*সাইড লাইনের জন্য দিল্লি যাচ্ছেন মমতা, বকেয়া আদায়ের জন্য নয়, মোদি -মমতার সাহায্যের বৈঠক- সুজন চক্রবর্তী*
তমলুক: সম্প্রতি রাজ্যের বকেয়া আদায়ের জন্য দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আর এই বৈঠকের বিষয় নিয়ে এবার মন্তব্য কলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। মঙ্গলবার তমলুকে দলিয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দু তিন দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। প্রধান মন্ত্রীর সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছেন। সাইড লাইন নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রছন্দ করেন। বকেয়া আদায়ের জন্য নয় সাইড লাইনের জন্যই উনি যাচ্ছেন।
বাকেয়া আদায়ের জন্য গেলে আমলাদের ও ফাইলপত্র নিয়ে যেতে হয়। কিন্তু এর আগে সেগুলি নিয়ে যাওয়া হয়নি। নেতায় নেতায় কথা হচ্ছে। মাঝে মধ্যে যাওয়া ভালো তবে সাইড লাইনের কথার জন্য যাচ্ছে।রাজ্যের স্বার্থে নয়, পিসি ভাইপো যাতে বিপদে না পড়ে তার জন্য তিনি দিল্লি যাচ্ছেন। পাশাপাশি এদিন রাজ্যে কৃষক মৃত্যু, কৃষকের অবস্থা নিয়ে যেমন বলেন তেমনি বাকিবুর/জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। রাজ্যে ধান সংগ্রহের সংকট এবং বিজেপি কৃষকের আত্মহত্যার প্রসঙ্গ তুলে ধরেন।
Dec 12 2023, 17:33