*দিল্লিতে আন্দোলন নয়, পদ্ধতিগত বকেয়া আদায়ের জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী- মন্ত্রী পার্থ ভৌমিক*
![]()
তমলুকে: আগামী ১৬ ই ডিসেম্বর দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ সভায় যোগদান করে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান, দিল্লিতে আন্দোলনের মধ্যদিয়ে নয়, পদ্ধতিগত বকেয়া আদায়ের জন্য দিল্লি যাচ্ছেন রজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বকেয়া আদায়ের দুটি পদ্ধতিকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। প্রথমত গণতান্ত্রিক ভাবে আদায়ের চেস্টা হবে তা না হলে যেমন আন্দোলন চলছে তা চলবে। তাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বকেয়া আদায় করবে মুখ্যমন্ত্রী। যদি তা না হয় তাহলে আগামী ছয় মাসের মধ্যে বাংলায় ১০০ দিনের বকেয়া টাকা রাজ্য সকার মেটাবে।
এদিনের প্রতিবাদ সভায় মন্ত্রী পার্থ ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি সহ অন্যান্যরা।।








Dec 12 2023, 17:32
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.8k