/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *Photo Gallery* on occasssion of vijay diwas army doing rehearsal near st. paul's cathedral church and birla planetarium near Kolkata maidan. West Bengal Bangla
*Photo Gallery* on occasssion of vijay diwas army doing rehearsal near st. paul's cathedral church and birla planetarium near Kolkata maidan.
পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের দাবি শুভেন্দুর

এসবি নিউজ ব্যুরো: পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ এবার শুভেন্দুর মুখে। এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু জানান, পাহাড়ে অনীত থাপার জিটিএ ৫০০ এর বেশি শিক্ষক নিয়োগ করেছে। কিন্তু এই নিয়োগ এসএসসির মাধ্যমে হয়নি।

জিটিএ সরাসরি নিয়োগ করেছে। মাথা পিছু ১৫ লাখ করে টাকা নিয়ে এই নিয়োগ করা হয়েছে। এনিয়ে সিবিআই তদন্ত দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়ার নিয়ম, এসসিএসটি সংরক্ষণ, ইডব্লিউএস সংরক্ষণের নিয়ম মানা হয়নি।শিক্ষক নিয়োগের নিয়ম ভঙ্গ করা হয়েছে।

পাশাপাশি, কার্শিয়াংয়ের মিটিং থেকে মুখ্যমন্ত্রী অনীত থাপাকে ১৯২ জন শিক্ষক নিয়োগ করতে বলেছেন বলেও জানান শুভেন্দু।এই নিয়োগও পুরোপুরি কেলেঙ্কারি বলে দাবি করেন তিনি। পাহাড়ে উন্নয়নের জন্য যে ১২টি জনজাতি বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডগুলিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, মকর সংক্রান্তির পরেই পাহাড়ে জোরদার আন্দোলনে নামবে বিজেপি।

ঝালদা ২নং ব্লকের বিডিও কে লিখিত ভাবে ক্ষতি পূরণ পাওয়ার দাবি জানালো কৃষকরা

এসবি নিউজ ব্যুরো: অকাল বৃষ্টিতে ধান চাষে ব্যাপক ক্ষতি পুরুলিয়ার ঝালদা এলাকার চাষীদের। সেই কারণে চাষীরা যাতে ক্ষতিপূরণ পায় সেই জন্য আদিবাসী কুড়মি সমাজ ঝালদা ২ নং ব্লক কমিটির একটি প্রতিনিধি দল আজকে ঝালদা ২নং ব্লকের বিডিও কে লিখিত ভাবে ক্ষতি পূরণ পাওয়ার জন্য দাবি জানালো ।

আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সহ সভাপতি ভৃগুরাম মাহাতো জানালেন," চাষীরা যাতে ক্ষতি পূরণ পাই তার জন্য বিডিওকে জানানো হল। এই দাবি পুরুলিয়ার জেলা শাসক ও মুখ্যমন্ত্রীকেও মেইল মারফত জানানো হয়েছে ।যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়" ।

তিনি আরও বলেন, ধান রোপণ খরিফ মরশুমে অর্ধেকে জমিতে ধান রোপণ করা যায়নি।কিন্তু ঝালদা ২ নং ব্লকের চাষীরা ক্ষতিপূরণ পাননি।

*How many Bengali cricketers in the millionaire league auction?*
*Sports News*


*Khabar kolkata News bureau:*  Mukesh Kumar, Avishek Porel, Akashdeep, Shahbaz Ahmed. Four cricketers from Bengal have already made their mark in the IPL world. Mohammed Shami has been consistently dominant in the Crorepati League for many years. But the question is what will open the fate of the remaining Bengal cricketers?

.BCCI has released the list of players for IPL Mini Auction 2024. A list of 333 people has been published. There are many cricketers of Bengal in the written list.Similarly in the auction list (IPL Auction 2024) a bunch of Bengal cricketers. Bengal captain Sudip Gharami is also there.

This time a total of 9 cricketers have entered the IPL (IPL 2024) mini auction. They are Ishaan Podel, Abhimanyu Ishwaran, Sudeep Gharami, Shashank Singh, Hrithik Chatterjee, Mohammad Kaif, Kaushik Maiti, Shakir Gandhi and Ravi Kumar. Among them, special attention can be paid to Mohammad Kaif, brother of Mohammad Shami.
আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

বাঁকুড়াঃ আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন দুই সদস্যদের কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার স্থানীয় বিডিওকে সঙ্গে নিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যরা সিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে পৌঁছালে তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ।

প্রসঙ্গত, জেলায় আবাস যোজনা প্রকল্প নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে সেন্ট্রাল মনিটরিং সেলের দুই সদস্য বাঁকুড়ায় এসেছেন। সপ্তাহের প্রথম কাজের দিন গত সোমবার তাঁরা বাঁকুড়া-২ ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরে এদিন সিমলাপালের চাঁদপুর গ্রামে পৌঁছান। সেখানেই তাঁদের পথ আটকান গ্রামের মানুষ। সেখানেই গ্রামের মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি পূরো বিষয়টি সরজমিনে তদন্তও করেন তাঁরা।

বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, আবাস যোজনা প্রকল্পে নাম থাকা সত্বেও তারা কেউই এখনো বাড়ি পাননি। এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রামে পেয়েই তারা বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন।

যদিও দুই সদস্যদের ওই প্রতিনিধি দল উপস্থিত সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তা এড়িয়ে তাঁরা গাড়িতে উঠে বসেন।

*শিলিগুড়ির পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তর থেকে কৃষক বন্ধু ও সবুজ সাথীর পরিষেবা প্রদান*

তমলুকঃ কৃষকদের উৎসাহ প্রদান ও পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে কৃষক বন্ধু ও সবুজ সাথী প্রকল্প চালু করে রাজ্য সরকার। বর্তমান সরকার এই প্রকল্প ঘোষনার পর থেকে প্রকল্পের সুবিধা পাচ্ছে কৃষক ও পড়ুয়ারা।গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের পরিষেবা পাচ্ছে প্রাপকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন।

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এক গুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন। শিলিগুড়ি থেকে রাজ্যে বিভিন্ন জেলাতেও পরিষেবা প্রদান করা হয়। এদিন তনলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের ভবনে এক অনুষ্ঠানে মধ্যদিয়ে জেলার কৃষক ও পড়ুয়াদের পরিষেবা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, জেলাশাসক তনভীর আফজল, তমলুকের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র,নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, এগরার বিধায়ক তরুন মাইতি সহ অন্যান্যরা।

এদিন জেলাশাসক তনভীর আফজল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের সাহায্য প্রদান করেছেন। শিলিগুড়ির পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার প্রাপকদের হাতেও সরকারি পরিষেবা প্রদান করা হয়। সরকারি ঘোষনা মতো কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য ও পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হয়।

আগামী এক মাস ধরে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হবে। কৃষকদের চাষবাসের আগ্রহ বাড়াতে এবং পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতেই রাজ্য সরকারের এই ধরনের প্রকল্প চালু। তারই পরিষেবা প্রদান করা হয়।।

বীরভূমের রাজনগরে আকাল মেঘ কালীমন্দিরে ৪০০ বছরের প্রাচীন পুজো

এসবি নিউজ ব্যুরো: বীরভূম রাজনগর থানার অন্তর্গত বড়শাল গ্রাম সংলগ্ন আকাল মেঘ শ্মশান কালি মন্দিরে মঙ্গলবার দুপুরে পুজো অর্চনার পাশাপাশি প্রায় ৬ হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানো হল। জানা গিয়েছে রাজনগরের আবাদ নগর গ্রামের শশধর ঘোষ নামে জনৈক এক ব্যক্তি প্রায় ৪০০ বছর আগে এখানে এই পুজোর সূচনা করেছিলেন। ।

বংশপরম্পরায় এই ঘোষ পরিবারের লোকেরাই এই পুজোর দেখভাল করে আসছেন। প্রতিবছরের মতো এবারেও অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো উপলক্ষ্যে বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষের আসেন পুজো দেখতে ।

ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের টাকা বন্ধ করেছে কেন্দ্র: মমতা

উত্তরবঙ্গ সফরে গিয়ে তীব্র ভাষায় কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের টাকা বন্ধ করেছে কেন্দ্র। কিন্তু রাজ্য সেই টাকা বন্ধ হতে দেয়নি। গরিব পড়িয়াদের ১০ লক্ষ টাকার স্মার্ট কার্ড দিচ্ছে রাজ্য সরকার।রাজ্য সরকার ওবিসি পড়ুয়াদের জন্য মেধাশ্রী চালু করেছে।'

শুধু তাই নয় কেন্দ্রর জিএসটি নিয়ে তোপ দাগলেন মমতা। তিনি বলেন, 'কেন্দ্র সরকার একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। এখন সবেতে জিএসটি । নকুল দানা কিনলেও জিএসটি। রেস্তোঁরায়ও জিএসটি। এই টাকা যাচ্ছে কাদের পকেটে টাকা যাচ্ছে ? বিজেপি সরকারের পকেটে। আমাদের টাকা আটকে রেখেছে। কী দোষ করেছে বাংলা? আমাদের টাকা আমাদের দিচ্ছে না। আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যের টাকা বন্ধ করেছে।' পাশাপাশি বিধবা ভাতা কেন্দ্র বন্ধ করে দিলে তাদের লক্ষীর ভান্ডার দেওয়া হবে বলে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের জন্য,মঙ্গলবার সকালে হকার উচ্ছেদ কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড

এসবি নিউজ ব্যুরো: অমৃতভারত প্রকল্পের অধীনে নদীয়ার নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ কাজ শুরু হচ্ছে।মঙ্গলবার সকালে তাই হকার উচ্ছেদ অভিযান শুরু হয়।তাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।রেলওয়ে তরফে জানানো হয়, নবদ্বীপ রেলগেট থেকে রেলওয়ে গুমটি পর্য়ন্ত প্রায় ৪০ ফুটের রাস্তা সম্প্রসারণ করা হবে যার মাঝে ডিভাডারও থাকবে।সাথে করা হবে একাধিক আধুনিকিকরন প্রকল্প।

আর এই কারনে মঙ্গলবার সকালে রেলওয়ের তরফে রেলের জায়গায় থাকা দোকান উচ্ছেদ শুরু করা হয়। আর তা নিয়ে রেলআধিকারিকদের সাথে স্থানীয় ব্যাবসায়ী ও রেল হকারদের সাথে বচসাও সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে স্থানীয় তৃণমূল ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বদের এক প্রতিনিধি দল রেল আধিকারিকদের সাথে আলোচনায় বসেন ও আলোচনা শেষে তারা জানায় রেল জানিয়েছে তাদের পরিকল্পনার ৪০ ফুটের রাস্তা করার পর যে জায়গা থাকবে সেখানে ব্যবসায়ীরা অস্থায়ী দোকান করে ব্যাবসা করতে পারবেন।যদিও তৃণমূল নেতৃত্ব রেলের এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছে না। তারা দাবি জানায় আগামী দিনে যদি রেল তাদের কথা না রাখে তাহলে আগামী তে বৃহত্তর আন্দোলনের পথে হাটবে।

দুয়ারে সরকার ক্যাম্প চলবে ১৫-৩০ ডিসেম্বর ঘোষণা মমতার

আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে গিয়ে যাদের জাতিগত শংসাপত্র নেই তারা করিয়ে নিন, কাঞ্চনজঙ্ঘার সভা থেকে এমনটাই নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও তিনি বলেন, 'বাড়ির প্রত্যেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করুন। আমার কাছে ৯ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমি সবকিছু রিভিউ করছি। ডকুমেন্টস ঠিক না থাকলে টাকা পাবেন না'।