আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দল
বাঁকুড়াঃ আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন দুই সদস্যদের কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার স্থানীয় বিডিওকে সঙ্গে নিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যরা সিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে পৌঁছালে তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ।
প্রসঙ্গত, জেলায় আবাস যোজনা প্রকল্প নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে সেন্ট্রাল মনিটরিং সেলের দুই সদস্য বাঁকুড়ায় এসেছেন। সপ্তাহের প্রথম কাজের দিন গত সোমবার তাঁরা বাঁকুড়া-২ ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরে এদিন সিমলাপালের চাঁদপুর গ্রামে পৌঁছান। সেখানেই তাঁদের পথ আটকান গ্রামের মানুষ। সেখানেই গ্রামের মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি পূরো বিষয়টি সরজমিনে তদন্তও করেন তাঁরা।
বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, আবাস যোজনা প্রকল্পে নাম থাকা সত্বেও তারা কেউই এখনো বাড়ি পাননি। এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রামে পেয়েই তারা বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন।
যদিও দুই সদস্যদের ওই প্রতিনিধি দল উপস্থিত সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তা এড়িয়ে তাঁরা গাড়িতে উঠে বসেন।
Dec 12 2023, 15:32