নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের জন্য,মঙ্গলবার সকালে হকার উচ্ছেদ কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড
এসবি নিউজ ব্যুরো: অমৃতভারত প্রকল্পের অধীনে নদীয়ার নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ কাজ শুরু হচ্ছে।মঙ্গলবার সকালে তাই হকার উচ্ছেদ অভিযান শুরু হয়।তাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।রেলওয়ে তরফে জানানো হয়, নবদ্বীপ রেলগেট থেকে রেলওয়ে গুমটি পর্য়ন্ত প্রায় ৪০ ফুটের রাস্তা সম্প্রসারণ করা হবে যার মাঝে ডিভাডারও থাকবে।সাথে করা হবে একাধিক আধুনিকিকরন প্রকল্প।
আর এই কারনে মঙ্গলবার সকালে রেলওয়ের তরফে রেলের জায়গায় থাকা দোকান উচ্ছেদ শুরু করা হয়। আর তা নিয়ে রেলআধিকারিকদের সাথে স্থানীয় ব্যাবসায়ী ও রেল হকারদের সাথে বচসাও সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে স্থানীয় তৃণমূল ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বদের এক প্রতিনিধি দল রেল আধিকারিকদের সাথে আলোচনায় বসেন ও আলোচনা শেষে তারা জানায় রেল জানিয়েছে তাদের পরিকল্পনার ৪০ ফুটের রাস্তা করার পর যে জায়গা থাকবে সেখানে ব্যবসায়ীরা অস্থায়ী দোকান করে ব্যাবসা করতে পারবেন।যদিও তৃণমূল নেতৃত্ব রেলের এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছে না। তারা দাবি জানায় আগামী দিনে যদি রেল তাদের কথা না রাখে তাহলে আগামী তে বৃহত্তর আন্দোলনের পথে হাটবে।
Dec 12 2023, 14:07