দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯ টি ব্লকে সুন্দরবন দিবস পালন হল
এসবি নিউজ ব্যুরো: রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন দিবস পালনের কথা ঘোষণা করেন ২০১১ সালের ১১ ই ডিসেম্বর। সেই মতো ১৩ তম বছর পালন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার১৯ টি ব্লকে। কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার শোভা যাত্রার মধ্য দিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন
অন্যদিকে, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা সাগরদ্বীপে রুদ্রনগর কিষাণ মান্ডিতে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন।
এছাড়াও মথুরাপুর ১ নম্বর ব্লকে মন্দিরের বাজারের বিধায়ক জয়দেব হালদার এবং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের উপস্থিতিতে গাছের চারা লাগিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা হয়।
নামখানা ব্লকের নামখানা তে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি এই সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকায় সুন্দরবন দিবসের সূচনা করেন।
সব জায়গাতেই এলাকার মহিলা এবং পুরুষ বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা ব্যান্ড ঢোল মাদল নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।প্রতিটি ব্লকে পঞ্চ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, বক্তারা ম্যানগ্রোভ যাতে ধ্বংস না হয় সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
Dec 12 2023, 13:12