/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কয়েক হাজার টাকা সহ চার ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো পুলিশ, ধৃতদের তোলা হলো আদালতে* West Bengal Bangla
*কয়েক হাজার টাকা সহ চার ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো পুলিশ, ধৃতদের তোলা হলো আদালতে*

সুতাহাটা: ছিনতাই হওয়া টাকা সহ চার ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো পুলিশ।তোলা হলো আদালতে।

ব্যাগে করে টাকা নিয়ে যাওয়ার সময় সুতাহাটা থানার কলাতলা এলাকায় চার যুবক হলদিয়ার দূর্গাচক থানার জয়নগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ভূঁইয়ার পথ আটকায়। বাইক থেকে নামিয়ে তার কাছে থাকা ব্যাগ ছিন্তাই করে পালিয়ে যায় চার ছিনতাইবাজ। যাওয়ার সময় তাদের গাড়ির নম্বর দেখে ফেলে প্রসেনজিৎবাবু।

খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত চারজনকে গ্রেপ্তার করে। তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাদের পাঁচদিনের পুলিশি রিমান্ডে দেন। ধৃত চার ছিনতাইবাজ হলেন, সেখ সাখিল আনসারি খান,১৯ বছর বয়স, বাড়ি সুতাহাটা থানার ফতেপুর। তাহের আলি, ২৬ বছর বয়স, বাড়ি দূর্গাচক থানার পাথর বেড়িয়া এলাকায়। সেখ সামিরুল, ৩৫ বছর বয়স, বাড়ি দূর্গাচক থানার জয়নগর এলাকায়। আমজেদ আলি খান, ২৮ বছর বয়স, বাড়ি সুতাহাটা থানার ফতেপুর।

জানাগিয়েছে, প্রসেনজিৎবাবু শাখা ব্যাঙ্ক এর পরিষেবা প্রদান করেন। সেই পরিষেবার জন্য ব্যাগে করে ৭৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলো। যাওয়ার পথে আটকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

সুতাহাটা থানার এসআই বিভাস দোলাই জানান, আদালতের নির্দেশে আমরা চার অভিযুক্তকে নিজেদের হেফাজতে পাই। তাদের নিয়ে তদন্তে নেমে আমরা ৭৪ হাজার টাকা উদ্ধার করেছি।

সম্প্রতি কয়েক মাস আগে সুতাহাটা থানা এলাকার একটি সমবায় সমিতিতে দিনের বেলায় বন্দুক দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার পর আবার এইভাবে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চিন্তায় পড়েছে এলাকার মানুষ। এলাকায় দিনে দিনে এই ধরনের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার মানুষ।

ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার কৃষি ও কৃষক

বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাম্প্রতিক বৃষ্টিতে মাথায় হাত বাঁকুড়ার কৃষিজীবি মানুষের। ধান চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে একটা বড় অংশের কৃষক। এই অবস্থায় কীভাবে সারা বছর সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না তাঁরা।

ইন্দাসের ঠাকুরাণী পূস্করিণী, সিমুলিয়া, গোবিন্দপুর, পাহাড়পুর এলাকায় গিয়ে দেখা গেল ধানের জমিতে জল থৈ থৈ অবস্থা। জলের মধ্যেই ভাসছে পাকা সোনালী ধান। তার মধ্যেই সব শেষ হয়ে যাওয়ার আগে ধানের শিষ কেটে কোন রকমে কিছু হলেও ঘরে তোলার চেষ্টায় ওই এলাকার মানুষ।

ক্ষতিগ্রস্ত কৃষক লক্ষীনারায়ণ দে, মহানন্দ নন্দীরা বলেন, এবার ধানের বেশ ভালো ফলন হয়েছিল। কিন্তু অকাল বৃষ্টিতে সব শেষ করে দিল। চার দিন হয়ে গেল, এখনো এই এলাকার প্রায় দু'শো বিঘা জমির ধান জলে ভাসছে। এই অবস্থায় সরকারী সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব বলেই তাঁরা জানিয়েছেন।

কৃষকদের জন্য ১২০০ কোটি টাকার ঘোষণা মমতার

আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে মমতা সরকার, আজ বানারহাট থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন যে, আগামীকাল চেকের মাধ্যমে ১২০০ কোটি টাকা কৃষকদের পাঠিয়ে দেওয়া হবে।

জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখান থেকে তিনি কৃষক, বন্ধ হয়ে যাওয়া চা শ্রমিকদের পাশে দাঁড়ান। চা বাগানের শ্রমিকদের পাট্টা বিলি হবে এখানেও। মমতা বলেন, 'রাজবংশীদের পড়াশোনার জন্য একাধিক স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। চতুর্থ মহানন্দা সেতু হয়েছে। দেবী চৌধুরানি মন্দির, জটিলেশ্বর, জল্পেস মন্দিরে অনুদান দেওয়া হয়েছে।' এদিন ১১০ কোটি ৫০ লক্ষের মূল্যের প্রকল্প উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ ডিসেম্বরের টেট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে বিজেপির মামলা দায়ের হাইকোর্টে

কলকাতা: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ ডিসেম্বর তাঁর শহরে আসার কথা। আবার পূর্ব নির্ধারিত সূচি মেনে ওইদিন রয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। অনুমান করা হচ্ছে প্রায় আড়াই লক্ষ্যর বেশি প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেবেন। এবার ওই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে কলকাতা

হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই নিয়ে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। দিলীপের মতে, প্রধানমন্ত্রীর সফরের জন্যে যান নিয়ন্ত্রিত হবে, পুলিশ তাঁর কর্মসূচীর সুরক্ষাতে ব্যস্ত থাকবে। এতে সমস্যায় পর্বে পরীক্ষার্থীরা। এই অবস্থায় পরীক্ষার দিন পিছিয়ে দিতে আবেদন করেছেন তিনি।

পুলিশ প্রশাসনের ঢিলে নিরাপত্তার কারণে রানাঘাট হাসপাতাল থেকে পালিয়ে গেলো নাবালিকা খুনের বিচারাধীন বন্দি

নদীয়া:রানাঘাট হাসপাতাল থেকে পালিয়ে গেলো রানাঘাট সংশোধনাগারের বিচারাধীন বন্দি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাটে। সূত্রের খবর, আব্দুল গফ্ফার শেখ নামে 19 বছর বয়সী রানাঘাট উপ সংশোধনাগারের এক বিচারাধীন বন্দীকে অসুস্থ অবস্থায় রবিবার সন্ধ্যায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সোমবার আনুমানিক সকাল 11 15 নাগাদ হঠাৎই হাসপাতাল কতৃপক্ষ খেয়াল করেন সেই বেডে নেই সেই বিচারাধীন বন্দি।

আর এর পরই নড়ে চড়ে বসে প্রশাসন। প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসের 22 তারিখ শান্তিপুর থানার হিজুলিতে মাঠের মধ্যে থেকে এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। সেই নাবালিকা খুনে মূল অভিযুক্ত ছিল এই আব্দুল গফ্ফর শেখ। হাসপাতালে নিরাপত্তা থাকা সত্বেও কি ভাবে ওই বিচারাধীন বন্দি পালিয়ে গেলো তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পলাতক বন্দিকে খুঁজে পেতে তল্লাশি শুরু করেছে রানাঘাট জেলা পুলিশ প্রশাসন।

হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে রোগীর আত্মীয়দের কাছে থেকে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার

নদীয়া:হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের কাছে থেকে টাকা হাতানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিস। ধৃতের নাম তাপস অড্ড, তার বাড়ি মুরুটিয়া থানার রসিকপুরে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি হাসপাতালে আগত বিভিন্ন রোগী ও তার পরিজনদের হাসপাতাল কর্মী পরিচয় দিত এবং বিভিন্ন অজুহাতে তাদের সঙ্গে টাকা নিত। এই নিয়ে বেশ কয়েকজন হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। আজ পুনরায় ওই ব্যক্তি হাসপাতালে এলে তাকে চিনে ফেলে ধরে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপরই টাকা নেওয়ার কথা স্বীকার করেন ওই ব্যক্তি। এরপর তেহট্ট থানায় খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করেছে। এই ঘটনায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শীত পড়তেই আবারো গণচুরি শুরু হলো নদীয়ার শান্তিপুরে, খোয়া গেল একরাত্রে দুটি মন্দিরে দেব দেবীর সোনার উপর অলংকার এবং গৃহস্থ বাড়ির দুটি মোবাইল

নদীয়া:সম্প্রতি বেশ কয়েক মাস বন্ধ থাকলেও শীত পড়তেই আবারো গণচুরি হলো নদীয়া শান্তিপুরে। গতকাল সারারাত ধরে নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়া এলাকায় দুষ্কৃতীরা তান্ডব চালালো । সেখানে কৃষ্ণ সাহার কৃষ্ণ মন্দির নির্মিত হয়েছে এক বছর আগে, মোটা লোহার দরজায় লাগানো তালা ভেঙে মূল মন্দিরে প্রবেশ করে মহাদেব রাধা কৃষ্ণ গোপাল সকলের সোনা এবং রুপার গহনা নিয়ে, ক্যাশ বাক্স পাশের একটি জঙ্গলে ভেঙে সেখান থেকে থাকা ৫-৭ হাজার টাকা নিয়ে মন্দিরে মলত্যাগ করে। মন্দিরের প্রাক্তন সেবাইত নান্টু চক্রবর্তী বলেন এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি যেহেতু বাড়ির মধ্যে মন্দির তাই সিসি ক্যামেরায় লাগানোর প্রয়োজন হয়নি কিন্তু এই ভাবনাই ভুল ছিলো। বর্তমান সেবাইট শ্যামল চক্রবর্তী জানান তিনি ভোর সাড়ে পাঁচটা নাগাদ দরজা খুলতে এসে দেখেন তালা উধাও। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে প্রশাসন থেকে কিছুক্ষণ বাদেই আসবেন বলেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে জানিয়েছেন আনুমানিক ২৫-৩০ হাজার টাকা নগদ অর্থ এবং সোনা রুপোর অলংকার মিলিয়ে হতে পারে।

ঢিল ছোঁড়া দূরত্বে শ্যামল চৌধুরীর বাড়ির মনসা মন্দিরেও একইভাবে ঘটে রাখা টাকা এবং মনসা মায়ের সোনা এবং রুপোর অলংকার চুরি যায় । তারা অবশ্য এখনো লিখিত অভিযোগ জানাননি তবে ছেলে বাড়ি ফেরার পরে জানাবেন Asks আমাদের জানিয়েছেন। তাদের চুড়ি যাওয়া সামগ্রী এবং নগদ অর্থ মিলিয়ে আনুমানিক ১০-১৫ হাজার টাকা কাছাকাছি বলেই জানিয়েছেন পরিবার।

তার কিছুটা দূরে আরেকটি রাধাগোবিন্দ মন্দির রয়েছে সেখানে অবশ্য মন্দিরে দরজা ভাঙার চেষ্টা করলেও হয়তো পারিনি। তাই গৃহস্থ্য পরিবার থেকে মিলন দাস ও মিঠুন দাস দুই ভাইয়ের দুটি এন্ড্রয়েড মোবাইল মাথার পাশে জানলা খুলে লাঠি দিয়ে লগা বানিয়ে চুরি করে নিয়ে গেছে বলেই জানান গৃহবধূ অঙ্কিতা দাস। তিনি বলেন মধ্য রাতে প্রচন্ড পরিমাণে কুকুরের ডাক থেকে তিনি একটা সন্দেহ করেছিলেন তবে ভোর চারটে নাগাদ জানলা খোলা দেখে প্রথম সন্দেহ হয় তারপর দুই ঘরে দুই ভাইয়ের মাথার কাছে রাখা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়নি যার মধ্যে একটি সম্পূর্ণ নতুন অন্যটি মাস চার হবে। এক্ষেত্র তাদের বাড়ির পেছনে মলত্যাগ করে গেছে ওই দুষ্কৃতীরা । দুটি মোবাইলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকার কাছাকাছি। তারাও লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন আমাদের।

যদিও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ অতি তৎপরতার সাথে বিষয়টি তদন্ত নেমেছে বলেই জানা গেছে থানা সূত্রে । তবে মন্দিরের ক্ষেত্রে সিসি ক্যামেরা লাগানো অত্যন্ত জরুরী হয়ে উঠেছে বিগত দিনে এইরকম একের পর বিভিন্ন মন্দিরে চুরির পরিপ্রেক্ষিতে। তবে গৃহস্থ পরিবারের ক্ষেত্রেও সজাগ থাকতে হবে।

এবার জম্মু-কাশ্মীরে হবে নির্বাচন

সুপ্রিম কোর্ট বলেছে যে ৩৭০(৩) ধারার অধীনে ক্ষমতা প্রয়োগে রাষ্ট্রপতির দ্বারা আগস্ট ২০১৯- এর আদেশ জারি করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তাই দেশের সর্বোচ্চ আদালত এবার রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগকে বৈধ বলে দাবি করল।

*লোলসভা নির্বাচনে আগে শুভেন্দুর জেলায় গেরুয়া ঝড়, সব আসনেই বিজেপির জয়*


নন্দকুমার: বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তার আগেই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। সব আসনেই জয়লাভ বিজেপি।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার ব্লকের কলাগেছিয়া জালপাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয়। সমবায়ের মোট ভোটার ৬২৫ জন। মোট আসন ৯ টি। প্রার্থী তৃণমূল, বিজেপি ও সিপিএম মিলো মোট প্রার্থী ছিলো ২৭ জন। ৯ টি আসনেই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ের পর এদিন গেরুয়া আবির উড়িয়ে উল্লাস করতে দেখা যায়।

জয়ের পর সাওড়াবেড়িয়া জালপাই-২ গ্রাম পঞ্চায়ের বিজেপি সদস্য তথা সমবায়ের জয়ী প্রার্থী ভবেশচন্দ্র বর্মন জানান, সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যেভাবে শাদকদল তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি ধরা পড়ছে তা দেখে সাধারণ মানুষ শাসলদল তৃণমূল থেকে মুখ সরিয়ে নিচ্ছে। যার ফল হিসাবে দিকে দিকে বিজেপির জয় হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই জয় দলের নেতা কর্মীদের উৎসাহ বাড়বে।

গতবছর তৃণমূল ও সিপিএম জোট করে দখল নিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করায় মানুষ পরিবর্তন চাইছে তাই এই ফলাফল।

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির এই ফলাফলের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা।।

*বেলা ১টা বাজলেই শুরু মিছিল! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১১ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ বেলা ১টা নাগাদ রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২-৩ হাজার জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।