বহরমপুর ব্যারাকস্কয়ারে, ৪৩ তম বইমেলার শুভ উদ্বোধন হল
এসবি নিউজ ব্যুরো: মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কয়ারে ৪৩ তম বইমেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুলতানা , বিধায়ক হুমায়ুন কবীর, আশিস মার্জিত, অপূর্ব সরকার জেলাশাসক রাজশ্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকগণ।
এবছর ৪৩ তম বইমেলায় বাংলাদেশ সহ ১২০টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছে। গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ত জানান ,"গতবছর বইমেলায় ১কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার বই বিক্রয় হয়েছিল।তিনি আশা করছেন এবারের বইমেলায় ২ কোটি টাকার বই বিক্রি হবে।" তিনি আরও বলেন, গত বইমেলায় প্রকাশকদের মুখে হাসি ফুটিয়ে ছিল বহরমপুর বইমেলা।এবার বহরমপুর বইমেলাকে সেই রেকর্ড ভেঙে ২ কোটি টাকাই নিয়ে যেতে হবে। তিনি জানান, ডিজিটাল যুগে বই অনেক সহজলভ্য হয়ে গেছে। তা সত্ত্বেও বহরমপুর বইমেলার বই বিক্রির বহরে উজ্জীবিত প্রকাশক সংস্থাগুলির পাশাপাশি আয়োজক সংস্থাও।মন্ত্রী জানান ,বিগত বইমেলায় সব জেলা মিলিয়ে ৯ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তার মধ্যে মুর্শিদাবাদ জেলাতেই এক কোটির বেশি বই বিক্রি হয়। সারা রাজ্যে বই বিক্রিকে মুর্শিদাবাদ জেলা প্রথম জায়গায় ছিল ।এবার সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেছেন উদ্যোক্তারা। গ্রন্থাগার মন্ত্রীর কাছে বিধায়ক মুর্শিদাবাদের ঐতিহাসিক দর্শন কেন্দ্র নিয়ে একটি গেজেট বার করার জন্য দাবি রাখেন। মন্ত্রী জানান, জেলাশাসক কে বলা হবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য।
Dec 09 2023, 21:28