জলপাইগুড়ির এক চা বাগানে শাবক সহ হাতির দল
এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির এক চা বাগানে হাতির দল দেখা গেল। মেটেলি ব্লকের ঝুরন্তি চা বাগানের ঘটনা। সকাল থেকে ছিল কুয়াশার দাপট। যে কারণে রাস্তায় মানুষজন কম ছিল। তবে প্রাতভ্রমণকারীরা বেড়িয়েছিলেন। তারাই শাবক সহ হাতির দলটিকে দেখতে পান। এদিকে হাতির দল চা বাগানে ঢুকে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে হাতি দেখতে ভিড় জমান।
অনেকে হাতির দলটির ছবি, ভিডিও তুলেন মোবাইলের ক্যামেরা বন্দী করেন। হাতির দলটিকে চা বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তা পারাপার করতেও দেখা যায়। স্থানীয় সূত্রে খবর ,হাতির এই দলটি চাপড়ামারি জঙ্গল থেকে ইনডং চা বাগান হয়ে আইবিল মোড় দিয়ে যায় ঝুরন্তী চা বাগানের দামু লাইনে যায়।
সেখান থেকে হাতির দলটি চলে যায় সংলগ্ন শাখাম জঙ্গলে। এই এলাকাটি হাতির পুরনো করিডোর। মাঝেমধ্যেই এই করিডোর দিয়েই হাতির দল যাতায়াত করে।খবর পেয়ে অবশ্য বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে চলে আসে। এদিন চা-বাগানের বেশ কিছু চা গাছেরও ক্ষতি করেছে হাতির দলটি বলে জানা যায়।
Dec 09 2023, 13:41