*বাংলার কৃষকদের নিয়ে টুইট করলেন শুভেন্দু*
![]()
টুইটারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা লম্বা পোস্ট করেন বৃহস্পতিবার। সেখানেই তিনি তির্যক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে।
তিনি টুইটারে লেখেন, 'কৃষকদের তাঁদের ধান একটি নির্দিষ্ট তারিখে হুগলি জেলার গোঘাটের কিষাণ মাণ্ডিতে (প্রকিউরমেন্ট সেন্টার) আনতে বলা হয়েছিল। যখন তাঁরা কিষাণ মাণ্ডির সামনে ধান নিয়ে আসেন, নিজেদের গাড়ি নিয়ে অপেক্ষা করেন, সেই সময় মিলাররা তাঁদের বলেন, কৃষকদের প্রতি কুইণ্টালে ৫ থেকে ১০ কেজি চাল বিনামূল্যে দিতে হবে। অর্থাত্ কৃষকদের ৫ থেকে ১০ শতাংশ ছাড়ে চাল দিতে হবে। এই শর্তে রাজি হলে তবেই তাঁরা চাল সংগ্রহ করবেন।'
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, 'এই পরিস্থিতিতে কৃষকরা রাজ্য সরকারের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা বর্ণনা করেন, কীভাবে তাঁদের ওপর শর্ত চাপানো হচ্ছে। পাশাপাশি তাঁরা জানিয়ে দেন, ইতিমধ্যে গাড়ি ভাড়া করে ধান নিয়ে এসেছেন। এবং তাঁদের পক্ষে ধান ফেরত নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ তাঁদের বিশাল আর্থিক ক্ষতি হয়ে যাবে। সেই সময় প্রশাসনিক আধিকারিক আশ্বাস দিয়েছিলেন, তিনি ঘটনাস্থলে আসছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর দেখা পাওয়া যায়নি। তিন থেকে চার ঘণ্টা কৃষকরা অপেক্ষা করেন। তারপর তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উপস্থিত হন অরূপ কুমার মণ্ডল। তিনি গোঘাট থানার অফিসার ইন চার্জ।'
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, অরূপ মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এই প্রেক্ষিতে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বার বার কেন্দ্র সরকারকে কৃষক বিরোধী বলে মন্তব্য করেন। কিন্তু তাঁর সরকার কৃষকদের জন্য কী করছে?'







Dec 07 2023, 18:09
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.3k