ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনএসভি অপারেশন নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক
![]()
এসবি নিউজ ব্যুরো: এক ব্যক্তিকে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বিজ করণের প্রক্রিয়াতে তাকে না জানিয়ে অপারেশন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকএবং শান্তিপুর এলাকার ২ আশা কর্মীর বিরুদ্ধে।
এর পরবর্তীতে স্বাস্থ্য আধিকারিকের নামে কুরুচিকর অশ্লীল পোস্টার মারা এবং হাসপাতাল চত্বরে বেআইনিভাবে ঢুকে আন্দোলনের কারণে এবার প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর। সেরকমই নদীয়ার শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে নদীয়া জেলার সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকরা একত্রিত হয়ে এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছেন।এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডাক্তাররা।







Dec 06 2023, 15:34
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
5.3k