/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান করা নিয়ে বিতর্ক , প্রশাসনিক ভবনের তালা লাগিয়ে বিক্ষোভ West Bengal Bangla
বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান করা নিয়ে বিতর্ক , প্রশাসনিক ভবনের তালা লাগিয়ে বিক্ষোভ

এসবি নিউজ ব্যুরো: কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান করা নিয়ে বিতর্ক। প্রশাসনিক ভবনের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল পন্থীরা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় সূত্রের জানা যাচ্ছে আচার্যের অনুমতি নিয়ে আগামী ৭ ডিসেম্বর কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা প্রস্তুতি চলছিল। কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর ইসি মিটিং সমাবর্তনের কোন অনুমতি না দেয়নি।

পাশাপাশি, অস্থায়ী উপাচার্য কোনমতেই সমাবর্তন করতে পারেন না যেহেতু বিষয়টি এখনো বিচারাধীন। তাই তাদের দাবি কিছুদিন পরে এই সমর্থন করা হোক। এই নিয়েই বিক্ষোভ করছেন তারা। প্রশাসনিক ভবনে আটকে রয়েছেন উপাচার্য রেজিস্টার ও অন্যান্য আধিকারিকদের।

অবৈধ টোটো ধরতে পথে নামলো পুরসভা

এসবি নিউজ ব্যুরো : অনিয়ন্ত্রিত টোটো কারণে বীরভূমের সদর শহর সিউড়িতে যানজটে প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে শহরবাসীকে।শেষ পর্যন্ত টোটো ধরতে পথে নামলো পুরসভা। তবে পুরসভার কোনোও কাউন্সিলরকে এই অভিযানে দেখা যায়নি। বরং তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের নেতারা তাদের ইচ্ছামতো টোটো আটকালো। আর পুরসভার কর্মীরা থাকলেন কার্যত নিস্ক্রিয়।

শহরকে যানজট মুক্ত করতে তারা নেমেছন বলেই দাবি সংগঠনের নেতাদের। কিন্তু এই সদিচ্ছা এতদিন দেখাননি কেন তার কোনো জবাব নেই নেতাদের কাছে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, "এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে। কারণ শহরকে যানজটমুক্ত করতে হবে।নিয়ম মেনে আগামীদিনে জোড়বিজোর টোটো চালানো হবে।"

নিউমোনিয়ায় আক্রান্ত মদন মিত্র

শরীর একেবারেই ভালো নেই তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্রের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এবার এসএসকেএমের উডবার্ন ব্লক থেকে তাঁকে নিয়ে যাওয়া হল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি বিভাগে।

সেখানে তাঁর থোরাসিক ইমেজিং করা হবে বলে জানা গেছে। বুকে ব্যথা বেড়েছে এবং শ্বাসকষ্টও রয়েছে।

সরকারি কমিউনিটি হলে বোর্ড লাগিয়ে চলছে বেসরকারি স্কুল, তাও আবার বৈধ কাগজপত্র ছাড়াই

এসবি নিউজ ব্যুরো: ঘটনাস্থল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ১৮ নং মিলনপল্লী চড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীর্ঘদিন আগে একটি কমিউনিটি হল তৈরি করা হয়েছিল। কিন্তু তা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। আর সেই সুযোগ নিয়েই একটি বেসরকারী স্কুল গড়ে তুলেছে কয়েকজন। প্রশাসনের চোখের সামনেই এক বছর ধরে অবাধে চলছে সেই স্কুল। রীতিমত ছাত্রছাত্রীদের থেকে প্রতি মাসে টাকা নিয়ে স্কুল চালাচ্ছে কর্তৃপক্ষ বলে অভিযোগ।

এই বিষয়ে এলাকার অভিভাবকরা জানায়, এটি একটি সরকারি ঘর। প্রায় একবছর থেকে এখানে বেসরকারি স্কুলটি চলছে।এখানে এলাকার অনেক বাচ্চারাই পড়াশোনা করে। প্রতি মাসে ৫০০ টাকা করে নেওয়া হয় ছাত্র ছাত্রীদের অভিভাবকদের থেকে।স্কুলের এক শিক্ষকিকা বলেন," এই স্কুল এক বছর যাবৎ চলছে। এটি সরকারি কমিউনিটি হলঘর। স্থানীয় পঞ্চায়েত সদস্য, প্রধানকে জানিয়ে স্কুলটি শুরু হয়েছে বলে জানান তিনি"।

তবে এই বিষয়ে মান্তাদারী গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় জানায়, "বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে"। অন‍্যদিকে এই বিষয়ে রাজগঞ্জ বিডিও মৌখিক ভাবে জানান তিনি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। যদিও এই বিষয়ে এখানে যিনি বিদ্যালয় চালাচ্ছেন সেই মালিকের কোন মন্তব্য পাওয়া যায়নি।

বিদ্যুত্‍ বিভ্রাট! বন্ধ মেট্রো পরিষেবা

বিদ্যুত্‍ বিভ্রাটের জেরে বিঘ্নিত পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল । আপ এবং ডাউনে দু'টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চলাচল করছে।

জানা গিয়েছে, পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুত্‍ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, পার্ক স্ট্রিট থেকে মেট্রো রেক সেন্ট্রাল স্টেশন পৌঁছলে, তারপর সেন্ট্রাল থেকে পার্কস্ট্রিট মেট্রো রেক ছাড়া হচ্ছে। আর এতেই চরম সমস্যা তৈরি হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটের জেরে ভোগান্তিতে যাত্রীরা।

*Techno Olympica knights প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল*

টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফে অনুষ্ঠিত হয়েছিল Techno Olympica knights প্রতিযোগিতার । এই বছর তৃতীয় বর্ষে পর্দাপণ করেছে এই প্রতিযোগিতা। টানা ৬ দিন ধরে চলেৎএই প্রতিযোগিতা। এখানে প্রায় পশ্চিমবঙ্গের ৭০ টি স্কুলের ১০০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতার অন্তিম দিনে অর্থাৎ পুরস্কার বিতরণীর দিন উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো- চেয়ারপার্সন ডক্টর মানসী রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার এবং অর্জুন পুরস্কারে ভূষিত অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার এবং গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া সহ বিশিষ্টজনেরা।

৬ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ছিল Yoga display, aerobics, medley with ramp show, final countdown pyramismd farmotion । এই প্রতিযোগিতা প্রসঙ্গে ডক্টর মানসী রায়চৌধুরী জানিয়েছেন, " এই নিয়ে তৃতীয় বর্ষে পর্দপণ করলো Techno Olympica knights প্রতিযোগিতা। রাজ্যের ৭০ টি স্কুলের ১০০০ জন পড়ুয়ারা এখানে অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা যুব সমাজের মধ্যে তৈরী করে এক উদ্দীপনা। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।"

এই প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার জয়ী হয়েছে Sree Aurobindo Institute Of Education । তাদেরকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় হয়েছে Kalyani Public School, Barasat । তাদেরকে ৩০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। এবং তৃতীয় হয়েছে Sakhawat Memorial Govt High School । তাদেরকে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও G. D. Birla Centre For Education কে বিশেষ পুরস্কার হিসাবে দেওয়া হয় ৫,০০০ টাকা।

ছবি: সঞ্জয় হাজরা।

*আইএস এলে জয় পেল ইস্টবেঙ্গল এফসি*


 খবর কলকাতা: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ৪৬ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। খেলার প্রথমার্ধে ১৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল এফসির হয়ে প্রথম গোলটি করেন স্পেনের ফুটবলার বোর্যা । এরপর ইস্টবেঙ্গলের হয়ে প্রথমর্ধে আরও একটি গোল করেন ক্লেটন সিলভা।

খেলার দ্বিতীয় অর্ধে লিটন সিলভা আরও একটি গোল এবং নন্দকুমার পরপর দুটি গোল করার ফলে ইস্টবেঙ্গল ৫-০ গোলে নর্থইস্ট ইউনাইটেড কে পরাজিত করে।

উল্লেখ্য, খেলার অন্তিম লগ্নে নর্থইস্ট ইউনাইটেড একটি পেনাল্টির সুযোগ পেয়েও তা মিস করে। এদিন খেলা শুরু থেকেই ইস্টবেঙ্গল পুরো ম্যাচে তাদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। দিনের শেষে লাল হলুদ সমর্থকরা খুশির জোয়ারের মেতে ওঠে পুরো স্টেডিয়াম জুড়ে।

 ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*কেমন থাকবে যানজট, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৫ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা নাগাদ একটি জমায়েত আছে। যেটা হবে ওয়াই চ্যানেলে। এখানে ৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় মিগজাউম। আসবে আসবে করেও রাজ্যে জাঁকিয়ে পড়ছেনা শীত। দক্ষিণবঙ্গে কার্যত থমকে গিয়েছে শীতের আমেজ। ঘূর্ণিঝড়ের জেরে এই সপ্তাহেই আবহাওয়ার বদল হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

হাওয়া অফিসের জানিয়েছে, আপাতত বেশ কিছুদিন পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এ রাজ্যে প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারবে না ‘মিগজাউম’। তবে পরোক্ষ প্রভাবে বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি চলবে।

চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার অর্থাৎ ৫ ও ৬ ডিসেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। কলকাতাও বৃষ্টিতে ভিজতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৫ ই ডিসেম্বর (মঙ্গলবার)*


মেষ রাশিফল (Tuesday, December 5, 2023)

বিষাদ ঝেড়ে ফেলে দিন- যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। আজ, আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।

প্রতিকার :- ভালোবাসার মানুষকে নীল রঙের বা নীলাভ ফুল দান করলে তা আপনার প্রেমের জীবনের জন্য লাভ দায়ক হবে।




বৃষভ রাশিফল (Tuesday, December 5, 2023)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার খামখেয়ালী ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে।

প্রতিকার :- দূর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তার অর্ধেক বাড়িতে নিয়ে আসুন। সেই বাদাম কালো বা নীল কাপড়ে বেঁধে রেখে দিন বাড়িতে, এর ফলে কর্মজীবনে উন্নতি হবে।

মিথুন রাশিফল (Tuesday, December 5, 2023)

আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে- আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন- অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। অনেক গড়পড়তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন।

প্রতিকার :- আর্থিক উন্নতির জন্য ওপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন।





কর্কট রাশিফল (Tuesday, December 5, 2023)

মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার।যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যাক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুল ভাবে প্রকাশ করতে করতে পারেন।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন, এর ফলে শুক্রর সন্তুষ্টি হবে ও আপনার প্রেমের জীবন সুখের ও আনন্দের হবে।





সিংহ রাশিফল (Tuesday, December 5, 2023)

আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবনের বাধা কাটাতে অন্ধ ব্যাক্তিদের সাথে খাবার ভাগ করে খান।




কন্যা রাশিফল (Tuesday, December 5, 2023)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না- তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। আজ, আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন। সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমনে যান, আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে।

প্রতিকার :- পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না। কারন সূর্য সাত্ত্বিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন।





তুলা রাশিফল (Tuesday, December 5, 2023)

গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।




বৃশ্চিক রাশিফল (Tuesday, December 5, 2023)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু উনার এই পরিকল্পনা পূরণ হবে না। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে মাথায় ও শরীরে তেল মালিশ করলে তা আপনার প্রেম জীবনের জন্য সুখের হবে।




ধনু রাশিফল (Tuesday, December 5, 2023)

গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। সবচেয়ে ভাল হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, গাছের বা গাছের গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না, কারণ গ্রহ বৃহস্পতির ভবন ব্রহ্মার রূপ।

মকর রাশিফল (Tuesday, December 5, 2023)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। যদি আপনি বিদেশে কোন চাকরিতে আবেদন করার কথা ভাবছেন- তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে হচ্ছে। আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে. পরিবারের কোনও সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

কুম্ভ রাশিফল (Tuesday, December 5, 2023)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্ন ভাবে আপনার উপকারে লাগবে। আজকের দিন আপনি খুব ব্যাস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে।

প্রতিকার :- নিরবিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্যান ও বুদ্ধিমান লোকদের সন্মান ও শ্রদ্ধা করুন।

মীন রাশিফল (Tuesday, December 5, 2023)

স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন।