/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ৫ ই ডিসেম্বর (মঙ্গলবার)* West Bengal Bangla
*আজকের রাশিফল ৫ ই ডিসেম্বর (মঙ্গলবার)*


মেষ রাশিফল (Tuesday, December 5, 2023)

বিষাদ ঝেড়ে ফেলে দিন- যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। আজ, আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।

প্রতিকার :- ভালোবাসার মানুষকে নীল রঙের বা নীলাভ ফুল দান করলে তা আপনার প্রেমের জীবনের জন্য লাভ দায়ক হবে।




বৃষভ রাশিফল (Tuesday, December 5, 2023)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার খামখেয়ালী ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে।

প্রতিকার :- দূর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তার অর্ধেক বাড়িতে নিয়ে আসুন। সেই বাদাম কালো বা নীল কাপড়ে বেঁধে রেখে দিন বাড়িতে, এর ফলে কর্মজীবনে উন্নতি হবে।

মিথুন রাশিফল (Tuesday, December 5, 2023)

আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে- আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন- অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। অনেক গড়পড়তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন।

প্রতিকার :- আর্থিক উন্নতির জন্য ওপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন।





কর্কট রাশিফল (Tuesday, December 5, 2023)

মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার।যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যাক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুল ভাবে প্রকাশ করতে করতে পারেন।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন, এর ফলে শুক্রর সন্তুষ্টি হবে ও আপনার প্রেমের জীবন সুখের ও আনন্দের হবে।





সিংহ রাশিফল (Tuesday, December 5, 2023)

আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবনের বাধা কাটাতে অন্ধ ব্যাক্তিদের সাথে খাবার ভাগ করে খান।




কন্যা রাশিফল (Tuesday, December 5, 2023)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না- তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। আজ, আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন। সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমনে যান, আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে।

প্রতিকার :- পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না। কারন সূর্য সাত্ত্বিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন।





তুলা রাশিফল (Tuesday, December 5, 2023)

গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।




বৃশ্চিক রাশিফল (Tuesday, December 5, 2023)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু উনার এই পরিকল্পনা পূরণ হবে না। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে মাথায় ও শরীরে তেল মালিশ করলে তা আপনার প্রেম জীবনের জন্য সুখের হবে।




ধনু রাশিফল (Tuesday, December 5, 2023)

গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। সবচেয়ে ভাল হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, গাছের বা গাছের গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না, কারণ গ্রহ বৃহস্পতির ভবন ব্রহ্মার রূপ।

মকর রাশিফল (Tuesday, December 5, 2023)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। যদি আপনি বিদেশে কোন চাকরিতে আবেদন করার কথা ভাবছেন- তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে হচ্ছে। আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে. পরিবারের কোনও সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

কুম্ভ রাশিফল (Tuesday, December 5, 2023)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্ন ভাবে আপনার উপকারে লাগবে। আজকের দিন আপনি খুব ব্যাস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে।

প্রতিকার :- নিরবিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্যান ও বুদ্ধিমান লোকদের সন্মান ও শ্রদ্ধা করুন।

মীন রাশিফল (Tuesday, December 5, 2023)

স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন।

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় খেয়া ঘাটে জমেছে পলি, চরম ভোগান্তি শিকার নিত্য যাত্রীরা

এসবি নিউজ ব্যুরো: খেয়া পারাপারের ঘাটে জমেছে পলি। যার ফলে কাদা মাড়িয়ে পার হতে হচ্ছে নদী। চরম সমস্যায় পড়তে হচ্ছে নামখানা ব্লকের চন্দন পিড়ি ও হরিপুর এলাকার বাসিন্দাদের। নদীতে পলি পড়ে যাওয়ার কারণে ঘাট সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে পলিতে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাদা মাড়িয়ে এসে ধরতে হচ্ছে ফেরি নৌকা। রাত পোহালেই বাড়ে দুর্ভোগ।

অভিযোগ বারে বারে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। দক্ষিণ ২৪ পরগনা নামখানা ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দন পিড়ি ঘাটের বেহাল পরিস্থিতিতে অসুস্থ রোগী ,গর্ভবতী মা বা স্কুল ছাত্র ছাত্রী ভাটার সময় পরে বেকায়দায় ।তাদের দাবি অতিসত্বর কাজ হোক।

যদিও এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি সীমন্ত কুমার মালি জানান, "হরিপুর এই সমস্যাটা রয়েছে। তবে খুব তাড়াতাড়ি ওইখানে জেটি ও বার্জ করা পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।"

বদলে গেল TET পরীক্ষার দিনক্ষণ

১০ ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন পরীক্ষা নিতে পারছে না পর্ষদ।নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে।

যদিও কী কারণে আচমকা টেট পরীক্ষার দিনক্ষণ বদল করা হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পলিসিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছরও কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিসিটিভি নজরদারি, মেটাল ডিটেক্টর ছাড়াও ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা থাকবে । রাজ্য প্রশাসনও এই TET পরীক্ষা নির্বিঘ্নে সফল করতে আগ্রহী।

*রাজ্যে দু’টি ক্যানসার হাসপাতাল হবে, ঘোষণা মমতার*

কলকাতার এসএসকেএম এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মুম্বইয়ের টাটা মেমোরিয়ালের সঙ্গে মিলে ক্যানসার হাসপাতাল তৈরির কথা রয়েছে রাজ্যে।সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে দু’টি ক্যানসার হাসপাতাল হবে। একটি পিজির পাশে। আর দ্বিতীয়টি উত্তরবঙ্গে।’’

প্রসঙ্গত ক্যানসার নিয়ে মানুষের ভয় এখনও কাটেনি। কারণ এই রোগ পুরোপুরি সারিয়ে তোলার মতো ওষুধ এখনও তৈরি হয়নি।দেশের বড় অংশের ক্যানসার আক্রান্তরা টাটা মেমোরিয়্যাল সেন্টারে যান এই রোগের চিকিৎসা করাতে।সম্প্রতি কলকাতাতেও বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে এই রোগের উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়।

তবে তা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং যে পরিমাণে ক্যানসার রোগীর চাপ রয়েছে, তার তুলনায় বেশ কিছুই কমই রয়েছে হাসপাতাল। এই ঘাটতি পূরণের জন্য রাজ্যে ক্যান্সার হাসপাতাল তৈরীতে উদ্যোগী হলেন বাংলার মুখ্যমন্ত্রী।

*৪২ কিমি সিঙ্গাপুর ম্যারাথন দৌড়ে পদক জয় মহিষাদলের রৌণকের*


মহিষাদল: সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪২ কিমি ম্যারাথনে পদক জয় মহিষাদলের রৌণক সাঁতরার।খুশির হাওয়া মহিষাদল জুড়ে।

স্ট্যার্ন্ডাড চার্টাড ব্যাঙ্কের উদ্যোগে রবিবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৪২ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দেশের ভিন্ন প্রান্তের ৪৭ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। সেই ৪৭ হাজার প্রতিযোগীর মধ্যে পদক ছিনিয়ে নিলো মহিষাদলের রৌণক সাঁতরা। সেই সাথে পদক অর্জন করলো হুগলীর উত্তরপাড়ার বিশাল সামন্ত। সম্পর্কে দুজনে মাসতুতো ভাই।  

রৌণক ও বিশাল দুজনেই আগে কলকাতায় অনুষ্ঠিত ১০ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেও পদক অর্জন করে। তার পর থেকে বিভিন্ন জায়গার ম্যারথন দৌড়ের দিকে চোখ রাখে।

পদক পাওয়ার পর রৌণক জানায় চোট থেকেই শরীর চর্চার জন্য দৌড়তাম। তার কলকাতায় অনুষ্ঠিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতাম। সেখানে আস্তে আস্তে করে সফলের দিকে এগাতে থাকি। তারপ সোশ্যাল মিডিয়ায় সিঙ্গাপুরের ম্যারাথনের বিষয়টি জানতে পারি।

আমি ও আমার মাসতুতো ভাই বিশাল দুজনে অনলাইনে অংশগ্রহনের আবেদন করি। ৪ ঘন্টার মধ্যে যারা ৪২ কিমি কমপ্লিট করতে পারবে তাদের বিশেষ পদকে পুরস্কৃত করা হয়। আমরা দুজনেই সেই পুরস্কারে পুরস্কৃত হয়েছি। খুব ভালো লাগছে। আগামীদিনে যাতে আরও সামনের সারিতে এগোতে পারি তার চেস্টা করে যাবো।

মহিষাদলের গ্রামীন এলাকার রৌণক সাঁতরা এই ধরনের সাফল্যে খুশি মহিষাদলের মানুষ।

*৫ বিধানসভা নির্বাচনে পরাজিতদের ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিলেন অভিষেক*

৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ইতিমধ্যেই হাতে চলে এসেছে। যেখানে কার্যত মুখে চওড়া হাসি নিয়ে জয়ধ্বজা উড়িয়েছে বিজেপি। শুধুমাত্র তেলেঙ্গানায় নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। সেই ফলাফলের ২৪ ঘন্টা পর প্রথমবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত ইন্ডিয়া জোটের ভূমিকা যে আলগা রয়েছে, তা আরও একবার স্বীকার করে নিলেন তিনি।

এদিন ফলাফল নিয়ে অভিষেক বলেন, “জয়ীদের শুভেচ্ছা, আর পরাজিতদের বলবো ভুল শুধরে নিন। ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পথ প্রশ্বস্ত করুন। আমাদের হাতে সময় খুব কম। তাই এই কম সময়ের মধ্যেই একজোট হয়ে আমাদের লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে”।

একই সাথে অভিষেক এও বলেন, “যারা ধর্মকে হাতিয়ার করে ভোটে লড়ে, তারা দেউলিয়া। ধর্ম নিয়ে রাজনীতি করলে বেশিদিন ময়দানে টেকা যায়না। এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। এটাই মানুষকেও বোঝাতে হবে”।

মূলত এদিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একটি বার্তায় দেন, যে যদি ইন্ডিয়া জোট একত্রিত হতে না পারে, যদি অন্যান্য দলগুলি মানুষকে এটা নাই বোঝাতে পারে সবাই একত্রিত হয়ে লড়ছে গণতন্ত্র বাঁচানোর জন্যে, বিজেপিকে হটানোর জন্যে; তাহলে মানুষ ভোট দেবে কি করে! তাই সবার প্রথমে নিজেদের মধ্যেকার দূরত্ব মেটাতে হবে। তবেই বিজেপিকে হারাতে পারবে ইন্ডিয়া জোট!

কথা রাখলেন অভিষেক, দিলেন ১০০ দিনের বকেয়া টাকা

এবার ১০০ দিনের টাকা তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর নির্দেশেই মালদা জেলার গাজোল ব্লকের আলাল অঞ্চলের ময়না পাইটপাড়া MGNREGS এর জব কার্ড হোল্ডার তুহিনা সাবনাম ও ফরিদা বিবি কে ১০০দিনের কাজের প্রাপ্য টাকা তুলে দেওয়া হয়।

তুহিনা সাবনাম ও ফরিদা বিবি র বাড়িতে গিয়ে তাদের হাতে টাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হক সহ নেতৃত্বরা। এই টাকা পেয়ে আনন্দিত তুহিনা সাবনাম ও ফরিদা বিবি।

শুধু মালদাতেই নয় এদিন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের জব কার্ড ধারীদের বকেয়া মজুরি টাকা তুলে দেওয়া হয় । জলপাইগুরি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ এবং মন্ত্রি বুলু চিক বড়াইক চাপাডাঙ্গা এলাকার প্রেমানন্দ রায় বাড়িতে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া একশো দিনের বকেয়া মজুরি টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি প্রেমানন্দ বাবু হাথে তুলে দেন। এদিন ১০০ দিনের বকেয়া টাকা পেলেন তৈলেন রায়,প্রেমানন্দ রায়, সুধারু রায়,শ্যামল রায়,মন্তাজ আলী। ১০০ দিনের টাকা পেয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী অনগ্ৰসর শ্রেনী প্রতিমন্ত্রী মাননীয় বুলু চিকবারাইক সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৩ রাজ্যের জয়ের পর সংসদে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

আজ থেকে লোকসভা এবং রাজ্যসভায় শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আজকের প্রথম দিনই ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আজই লোকসভা এথিক্স কমিটি মহুয়া মৈত্রের ‘ক্যাশ ফর কোয়ারির’ রিপোর্ট পেশ করবে। আর তারপরই মহুয়ার সাংসদ পদ থাকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে। অর্থাৎ উল্লেখযোগ্য দিন আজ পার্লামেন্টের।

আর তার আগে উদ্ভাবনী ভাষণ পরিবেশন করলেন নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। গতকাল চার রাজ্যের নির্বাচনের ফলাফল বেরিয়েছে। ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক - যারা সাধারণ মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ তাদের জন্য উৎসাহব্যঞ্জক। দেশের এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই ফলাফল ভীষণই উৎসাহব্যঞ্জক”।

প্রধানমন্ত্রীর কথায়, “যখন সুশাসন থাকে, যখন জনকল্যাণের প্রতি নিষ্ঠা থাকে, তখন "অ্যান্টি-ইনকাম্বেন্সি" শব্দটি অপ্রাসঙ্গিক হয়ে যায়। আপনি একে "প্রো-ইনকাম্বেন্সি" বা "সুশাসন" বা "স্বচ্ছতা" বলতে পারেন। এত চমৎকার জনসাধারণের রায়ের পরে, আমরা সংসদের এই নতুন প্রাঙ্গণে মিলিত হচ্ছি। আশা করছি এই অধিবেশন আরও বেশকিছু জনহিতকর বিষয় নিয়ে আমরা সাংসদরা আলোচনা করব”।

মিজোরামে প্রথম জয় পেল জেডপিএম

মিজোরামে সরকার বদলানোর ইঙ্গিত ক্রমশই স্পষ্ট হচ্ছে। শাসকদল জোরামথাঙ্গার এমএনএফ নয়, মানুষের পছন্দের তালিকায় উঠে আসছে লালদুহোমার জেডপিএম।

ইতিমধ্যেই ১ টি আসনে জয় এল জেডপিএম-এর। বর্তমানে ২৪ টি আসনে এগিয়ে রয়েছে তারা। টুইচ্যাং (২২) বিধানসভা কেন্দ্র থেকে ৯০৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ডব্লিউ ছহুয়ানাওমা।

দুর্ঘটনায় রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন

এসবি নিউজ ব্যুরো: কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফারাক্কার বল্লালপুর ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লো রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। এই দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিনটিতে আগুন লেগে যায়। প্রায় ৫০০ মিটার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর সোমবার সকাল পর্যন্ত মেলেনি। তবে দুর্ঘটনার পর থেকেই বল্লালপুরের কাছে আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইন সারানোর কাজ করছেন রেল কর্মীরা।

রবিবার রাত দেড়টা নাগাদ বল্লালপুর ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। গ্রামবাসীরা জানিয়েছেন- দুর্ঘটনার আগে বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বল্লালপুর ব্রিজ থেকে রেল লাইনের উপরে এসে পড়ে। সেই সময় দ্রুত গতিতে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ওই লাইন ধরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি লাইন পড়ে থাকার জন্য দ্রুতগামী রাধিকাপুর এক্সপ্রেস সজরে এসে ট্রাকটিতে ধাক্কা মারে এবং সেটিকে প্রায় ৫০০ মিটার সামনের দিকে টেনে নিয়ে গিয়ে থেমে যায়।

এর পরই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। স্থানীয়রা জানিয়েছেন -প্রচন্ড শব্দে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়া এবং ঝাঁকুনি হওয়ার ফলে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস-এর ইঞ্জিনটিও লাইনচ্যুত হয়ে যায়। রবিবার রাতে দুর্ঘটনা ঘটলেও সোমবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত লাইন মেরামত এবং ট্রেনটিকে ওই লাইন থেকে সরানোর কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি রেল কর্মীরা। তার ফলে এখনও পর্যন্ত ওই লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয়রা সূত্রের খবর,দুর্ঘটনার পর রেলের তরফ থেকে রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের জন্য কোনও বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়নি। তবে যাত্রীরা যে যার নিজের মত করে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।