*রাজ্যে দু’টি ক্যানসার হাসপাতাল হবে, ঘোষণা মমতার*
![]()
কলকাতার এসএসকেএম এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মুম্বইয়ের টাটা মেমোরিয়ালের সঙ্গে মিলে ক্যানসার হাসপাতাল তৈরির কথা রয়েছে রাজ্যে।সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে দু’টি ক্যানসার হাসপাতাল হবে। একটি পিজির পাশে। আর দ্বিতীয়টি উত্তরবঙ্গে।’’
প্রসঙ্গত ক্যানসার নিয়ে মানুষের ভয় এখনও কাটেনি। কারণ এই রোগ পুরোপুরি সারিয়ে তোলার মতো ওষুধ এখনও তৈরি হয়নি।দেশের বড় অংশের ক্যানসার আক্রান্তরা টাটা মেমোরিয়্যাল সেন্টারে যান এই রোগের চিকিৎসা করাতে।সম্প্রতি কলকাতাতেও বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে এই রোগের উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়।
তবে তা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং যে পরিমাণে ক্যানসার রোগীর চাপ রয়েছে, তার তুলনায় বেশ কিছুই কমই রয়েছে হাসপাতাল। এই ঘাটতি পূরণের জন্য রাজ্যে ক্যান্সার হাসপাতাল তৈরীতে উদ্যোগী হলেন বাংলার মুখ্যমন্ত্রী।





Dec 04 2023, 17:58
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k