*৪২ কিমি সিঙ্গাপুর ম্যারাথন দৌড়ে পদক জয় মহিষাদলের রৌণকের*
মহিষাদল: সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪২ কিমি ম্যারাথনে পদক জয় মহিষাদলের রৌণক সাঁতরার।খুশির হাওয়া মহিষাদল জুড়ে।
স্ট্যার্ন্ডাড চার্টাড ব্যাঙ্কের উদ্যোগে রবিবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৪২ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দেশের ভিন্ন প্রান্তের ৪৭ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। সেই ৪৭ হাজার প্রতিযোগীর মধ্যে পদক ছিনিয়ে নিলো মহিষাদলের রৌণক সাঁতরা। সেই সাথে পদক অর্জন করলো হুগলীর উত্তরপাড়ার বিশাল সামন্ত। সম্পর্কে দুজনে মাসতুতো ভাই।
রৌণক ও বিশাল দুজনেই আগে কলকাতায় অনুষ্ঠিত ১০ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেও পদক অর্জন করে। তার পর থেকে বিভিন্ন জায়গার ম্যারথন দৌড়ের দিকে চোখ রাখে।
পদক পাওয়ার পর রৌণক জানায় চোট থেকেই শরীর চর্চার জন্য দৌড়তাম। তার কলকাতায় অনুষ্ঠিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতাম। সেখানে আস্তে আস্তে করে সফলের দিকে এগাতে থাকি। তারপ সোশ্যাল মিডিয়ায় সিঙ্গাপুরের ম্যারাথনের বিষয়টি জানতে পারি।
আমি ও আমার মাসতুতো ভাই বিশাল দুজনে অনলাইনে অংশগ্রহনের আবেদন করি। ৪ ঘন্টার মধ্যে যারা ৪২ কিমি কমপ্লিট করতে পারবে তাদের বিশেষ পদকে পুরস্কৃত করা হয়। আমরা দুজনেই সেই পুরস্কারে পুরস্কৃত হয়েছি। খুব ভালো লাগছে। আগামীদিনে যাতে আরও সামনের সারিতে এগোতে পারি তার চেস্টা করে যাবো।
মহিষাদলের গ্রামীন এলাকার রৌণক সাঁতরা এই ধরনের সাফল্যে খুশি মহিষাদলের মানুষ।
Dec 04 2023, 17:50