কথা রাখলেন অভিষেক, দিলেন ১০০ দিনের বকেয়া টাকা
এবার ১০০ দিনের টাকা তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর নির্দেশেই মালদা জেলার গাজোল ব্লকের আলাল অঞ্চলের ময়না পাইটপাড়া MGNREGS এর জব কার্ড হোল্ডার তুহিনা সাবনাম ও ফরিদা বিবি কে ১০০দিনের কাজের প্রাপ্য টাকা তুলে দেওয়া হয়।
তুহিনা সাবনাম ও ফরিদা বিবি র বাড়িতে গিয়ে তাদের হাতে টাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হক সহ নেতৃত্বরা। এই টাকা পেয়ে আনন্দিত তুহিনা সাবনাম ও ফরিদা বিবি।
শুধু মালদাতেই নয় এদিন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের জব কার্ড ধারীদের বকেয়া মজুরি টাকা তুলে দেওয়া হয় । জলপাইগুরি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ এবং মন্ত্রি বুলু চিক বড়াইক চাপাডাঙ্গা এলাকার প্রেমানন্দ রায় বাড়িতে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া একশো দিনের বকেয়া মজুরি টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি প্রেমানন্দ বাবু হাথে তুলে দেন। এদিন ১০০ দিনের বকেয়া টাকা পেলেন তৈলেন রায়,প্রেমানন্দ রায়, সুধারু রায়,শ্যামল রায়,মন্তাজ আলী। ১০০ দিনের টাকা পেয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী অনগ্ৰসর শ্রেনী প্রতিমন্ত্রী মাননীয় বুলু চিকবারাইক সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Dec 04 2023, 13:53