*দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা জনসমর্থন পেয়েছি: মোদী*
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌছিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেখান থেকেই দুর্নীতি নিয়ে সরব হলেন তিনি। মোদী বলেন,"দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ে প্রচুর জনসমর্থন মিলছে। ভোটাররা জানিয়ে দিচ্ছেন, দুর্নীতিগ্রস্তদের পাশে তাঁরা নেই। কেন্দ্রীয় এজেন্সিদের যাঁরা দুর্নাম করেন, তাঁদের পাশে মানুষ নেই।"
পাশাপাশি উন্নয়ন প্রকল্প নিয়েও মুখ খুললেন মোদী। তিনি বলেন, "ভারতের কোনও নাগরিক আমাদের উন্নয়নযাত্রায় পিছিয়ে পড়বেন না। সবার জন্য সরকার। সবার জন্য উন্নয়ন। যেখানে বিশ্বাস খতম হয়, সেখানে মোদীর গ্যারান্টি শুরু হয়। " মোদী এও জানান, আজকের এই জয়ে আমাদের দায়িত্ব আরোও বেড়ে গেল।
প্রসঙ্গত, যখন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বারংবার সরব হয়েছে বিরোধী শিবির। তাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী শিবিরকে দমাতে পারবে না গেরুয়া শিবির। তবে, এদিনের নির্বাচনে পদ্মের বিপুল জয়ে খানিকটা চাপে পড়ছে বিরোধী শিবিরের একাংশ।
Dec 03 2023, 20:16