ইনসাফ যাত্রা: জনস্রোতে ভাসলেন মিনাক্ষীরা
বাঁকুড়াঃ গ্রাম, শহর, রাজপথ কাঁপিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ডিওয়াইএফআই-র দু'মাস ব্যাপি ইনসাফ যাত্রার বেগ প্রতিদিন বাড়ছে। গত ৩ নভেম্বর 'আগুন পাখি' মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে শুরু হওয়া ইনসাফ যাত্রার মিছিল যতো এগিয়েছে ভীড় ততই বাড়ছে। পদযাত্রীদের দৃপ্ত পদচারণার সঙ্গে সঙ্গে মুহুর্মুহু স্লোগান আর গণসংগীতের তালে তালে বাঁকুড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে রবিবাসরীয় দুপুরে ইনসাফ যাত্রা যখন খাতড়া মহকুমা এলাকার তালডাংরার মাটি স্পর্শ করলো ঠিক তখনই মানুষের আনন্দ উচ্ছাস আছড়ে পরলো।
মিছিলের পূরোভাগে থাকা মীনাক্ষীদের ফুল, মালা দিয়ে সংবর্ধনা জানালেন উপস্থিত আম জনতা। এমনকি এদিন তালডাংরা মার্কেট কম্প্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়দের ছোট্ট সভা করার কথা থাকলেও তাঁরা সেখানে পৌঁছানোর আগেই কার্যত জনসভার রুপ নিয়েছে পূরো এলাকা, মঞ্চের জন্য ছেড়ে রাখা সামান্য একটু অংশ ছাড়া তিল ধারণের জায়গা নেই। এমনকি এদিন চারিদিকে শ্বেতশুভ্র পতাকাই যেন জানান দিচ্ছিল মানুষ জাগছে। এসব দেখে অতি উৎসাহী এক বাম সমর্থক তো বলেই ফেললেন ' দূর্ণীতিবাজদের জায়গা নেই এই বাংলায়, বামেদের বিকল্প বামেরাই'।
পরে সাংবাদিকদের তরফে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার নির্বাচনী ফলাফল নিয়ে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'চার রাজ্যে নতুন করে কাজ হবেনা। চার রাজ্যের সম্পদ বিক্রি করার জন্য মোদি সরকার ম্যাণ্ডেড পেয়ে গেলেন। মানুষ ভুল করেছেন তো বলতে পারিনা, তবে অতি দ্রুত মানুষের ভুল ভাঙ্গবে'।
'ইনসাফ যাত্রা' নিয়ে প্রশ্ন করা হলে মীনাক্ষী বলেন, 'এরাজ্যের মানুষ প্রত্যেকটা দিন খিদের জ্বালায়, চাকরী না পাওয়ার যন্ত্রণায় ভূগছে, বিচার পাচ্ছেনা। মানুষ ইনসাফ চাইছেন, আর সেই ইনসাফ যাত্রায় মানুষ পা মেলাচ্ছেন। সকাল ন'টা থেকে দুপুর তিনটা পর্যন্ত তালডাংরার মানুষ ইনসাফ যাত্রীদের জন্য অপেক্ষা করেছেন। আর এটা শুধু ভাষণ শোনার জন্য ইনসাফের দাবিতে লড়বো বলে।
আগামী ৭ জানুয়ারী ডিওয়াইএফআই-র ব্রিগেড সমাবেশ ঘিরে উদ্ভূত জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে বাম যুব নেত্রীর স্পষ্ট জবাব, জটিলতা জটিলতার জায়গায়-ব্রিগেড সমাবেশ হবেই।
রাজ্যে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিনাক্ষী বলেন, এখনো পর্যন্ত আট হাজার তিনশো বাইশটি স্কুল বন্ধ, এক হাজার দিন মেধাবীরা রাস্তায় বসে আছেন, আর বখাটে ছেলে গুলো তৃণমূলকে টাকা দিয়ে চেয়ারে বসে আছে। এখন ওই চেয়ার ফাঁকা করে মেধাকে সেখানে বসাতেই এই লড়াই।
এদিন ইনসাফ যাত্রার ৩১ তম দিনে বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও পদযাত্রায় পা মেলান প্রাক্তন যুব নেতা, বর্তমানে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়, দলের জেলা সম্পাদক অজিত পতি, যুবনেতা তনু রুইদাস সহ অন্যান্যরা।
Dec 03 2023, 20:15