কল্যাণীতে এক বিজেপি কর্মী কে নির্মম অত্যাচার করার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে শান্তিপুরে দক্ষিণ জেলা বিজেপি যুব মোর্চার রাস্তায় আগুন জ্বালিয়ে
নদীয়া:কল্যাণীতে গত দুদিন আগে স্থানীয় বিজেপি নেতৃত্ব মিহির বিশ্বাসের ওপর নির্মম আক্রমণ নেমে এসেছিলো। সে বিষয়ে স্থানীয় বিজেপির নেতৃত্ব জানান তৃণমূলের গুন্ডাবাহিনী নির্মমভাবে তাকে হত্যা করতে উদ্ধত হয় শুধুমাত্র বিরোধীদল করার জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব পরিবারের সাথে কথা বলে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বর সাথে কথা বলে।
সেই মোতাবেক একটি অভিযোগ পত্র দায়ের করা হয়। কিন্তু মূল দোষীদের আড়াল করছে পুলিশ প্রশাসন এমনই অভিযোগ তুলে গতকাল এবং আজ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে দফায় দফায় নদীয়ার বিভিন্ন এলাকায়, রাস্তায় জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভ মিছিল ধিক্কার সভা প্রতিবাদ মিছিল আয়োজন করে।
আজ নদিয়া জেলার শান্তিপুর ডাকঘর মোড়ে এমনই এক প্রতিবাদী বিক্ষোভ সভায় রাস্তায় আগুন জালিয়ে প্রতিবাদ করা হয় বেশ খানিকক্ষণ অবরুদ্ধ করে দেওয়া হয় শহরের মূল রাজপথ।
নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি সুকান্ত বিশ্বাস, এই বিক্ষোভ সভার নেতৃত্ব দেন, উপস্থিত ছিলেন পুরসভার 2 কাউন্সিলর মহানন্দ বিশ্বাস এবং বলরাম ঘোষ, শান্তিপুরের বিভিন্ন যুব মোর্চা নেতৃত্ব সহ ছাত্র শ্রমিক মহিলা সহ বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধ প্রায় আধঘন্টা চলার পর শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এসে তাদের সাথে কথা বলেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত বিশ্বাস বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনীরা পুলিশের সহযোগিতা নিয়ে বিভিন্ন দিকে সন্ত্রাস চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দল করার কারণে, আর তারই বার্তা হিসেবে আজ নদীয়ার শান্তিপুরে এই প্রতিবাদ।
এখানকার পুলিশ প্রশাসন কেউ জানিয়ে দেওয়া হয়েছে, কোন বিজেপি কর্মী সমর্থক কে হেনস্থা অথবা অপমানজনক মন্তব্য কিংবা মারধর করা হলে যুব মোর্চার হাজার হাজার সদস্যরা ছেড়ে কথা বলবেনা। অন্যদিকে কল্যাণীর ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবি করেছে শান্তিপুরের যুব মোর্চার সদস্যরা এই বার্তা যেন তারা ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে।
Dec 03 2023, 19:11