কোলাঘাট থেকে শরৎভিটে বর্ণাঢ্য সাইকেল রালি
কোলাঘাট উৎসব শুরুর এক সপ্তাহ আগেই উৎসবের কর্মসূচি স্বরূপ কোলাঘাট থেকে হাওড়া জেলার সামতাবেড়ে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিগাথা বসতভিটেতে শ্রদ্ধা জ্ঞাপনে বর্ণাঢ্য সাইকেল ও মোটর সাইকেল রালি অনুষ্ঠিত হল। কোলাঘাট হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া এই রালিতে অংশ নিয়েছিল প্রায় পাঁচ শতাধিক সাইকেল ও বাইক।
সামতাবেড় শরৎভিটে তে পৌঁছানোর পর ভিটের দাওয়াতেই শ্রদ্ধায় স্মরণে বরণে বিভিন্ন অনুষ্ঠান হয়। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অশেষ ও অবিস্মরণীয় অবদান তা নিয়ে বক্তব্য রাখেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এবং আমতার বিধায়ক সুকান্ত পালউপস্থিত ছিলেন দুই জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং পদাধিকারী ব্যাক্তিগন। বিভিন্ন সংস্থার পক্ষ হতে সমবেত সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের ইতিহাসে অপরাজেয় প্রতিদ্বন্দ্বির জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 'অপরাজেয় কথাশিল্পী বলা হয়। মধ্যবয়সে তিনি তাঁর ভালোলাগা থেকে হাওড়াজেলা সাতাবেড়ে রূপনারায়ণের কূলে আম জাম ডালিম পেয়ারা গাছের বাগান ঘেরা মাটির বাড়িতে এখানেই দীর্ঘদিন বাস করেছেন।
কোলাঘাট উৎসব কমিটির পক্ষে শিশির বেরা জানান, "আগামী শনিবার ৯ ডিসেম্বর ২৭তম কোলাঘাট উৎসবের সূচনা হবে। আগামী ১০ই ডিসেম্বর রবিবার দুপুর দুটায় কোলাঘাট জনপথে এক বৈচিত্র্যময় শোভাযাত্রা বের হবে। এতে রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্প ও বাদ্য দল অংশ নেবে।
উৎসবের কদিন বিভিন্ন প্রতিযোগিতার সাথে থাকছে যাত্রা, ম্যাজিক, বিচিত্রা অনুষ্ঠান,
মা ও মেয়েদের হরেক রকম আয়োজন, স্বাস্থ্যশিবির, মেলা এবং প্রর্দশনী।"
Dec 03 2023, 17:32