বারাসাতে পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তুলে পোস্টার নিয়ে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনা: পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তুলে পোস্টার হাতে পথে নামলেন এলাকার লোকজন।বেআইনি কাজ বন্ধ করার দাবিতে চলল বিক্ষোভ-স্লোগানও।যা ঘিরে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতে।আন্দোলনের মাঝেই নির্মাণ সংস্থার জমিতে জোর করে ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী ।এর জেরে দু'পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা।ফলে,পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে।
যদিও,পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ মানতে চাননি নির্মাণকারী সংস্থা।বরং এনিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই বিশৃঙ্খলা সৃষ্টি করে কাজ বন্ধের চক্রান্ত করার পাল্টা অভিযোগ এনেছেন তাঁরা।এনিয়ে নির্মাণকারী সংস্থার পক্ষে গিয়ে তাঁদের হয়েই জোরালো সওয়াল করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ।এমনকি,তিনিও পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উড়িয়ে বিক্ষোভকারীদের আন্দোলন করা নিয়েই প্রশ্ন তুলেছেন।ফলে,পুকুর ভরাট নিয়ে দাবি এবং পাল্টা দাবি ঘিরে সরগরম হয়ে উঠেছে বারাসাতপৌরসভার ১১ নম্বর ওয়ার্ড।
Dec 03 2023, 16:13