নদীয়ার বাদকুল্লায় মদে বিষক্রিয়ায় মৃত্যু এক বন্ধুর,বাকি তিনজন সংকটজনক অবস্থায় চিকিৎসারত কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে
নদীয়ার বাদকুল্লায় মদে বিষক্রিয়ায় মৃত্যু হয় এক বন্ধুর , একই সাথে আসরে বসা বাকি তিন বন্ধু আশঙ্কা জনক অবস্থায় ভর্তি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে । এলাকা সূত্রে জানা যায বাদকুল্লার সুরভীস্থানের বাসিন্দা পিকলু বিশ্বাস গতকাল রাতে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে না থাকার কারণে বাদকুল্লা রাস মাঠে রাস দেখতে আসা বাদকুল্লার বিভিন্ন এলাকা থেকে তিন বন্ধু মিলে তার নিজের বাড়িতেই বসে মদের আসরে। সকলে মিলে গত দুর্গাপুজো সময়ের কিছুটা শেষ হওয়া ফ্রিজে রাখা অর্ধ সমাপ্ত মদের বোতলে থাকা মদ ভাগ করে খায়।
কিছুক্ষণের মধ্যেই সকলেই অসুস্থ হয়ে পড়ে, তাদের মধ্য থেকে তুলনামূলকভাবে কম অসুস্থ হওয়া একজন অন্য মদ না খাওয়া বন্ধুদের ফোনে জানায় তারা এসে লক্ষ্য করে বাকি সকলেই গুরুতর অসুস্থ। পিকলু সহ প্রত্যেককে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, রাতেই মারা যায় পিকলু। অত্যন্ত সংকট জনক অবস্থায় ভর্তি থাকা অন্যান্য চার বন্ধুর মধ্যে আজ সকালে কিছুক্ষণ আগে মৃত্যু হয় আরো এক বন্ধু কোমল সরদারের যার বাড়ি বাদকুল্লারই বাজার কলোনি । বাকি দুজন অষ্টম বিশ্বাস রেল কলোনির বাসিন্দা অন্যজন পলাশ ঘোষ নাদুড়িয়ায় বাড়ি তারাও গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসা রত।
গোটা ঘটনায় বাতকুল্লায় নেমে আসে শোকের ছায়া, এরমধ্যে পিকলু বিশ্বাস মা বাবার একমাত্র সন্তান। ২৪ বছর বয়সী এই যুবক রেলে ঠিকাদারের অধীনে কাজ করতেন। কমল সরদারও পরিবারের একমাত্র উপার্জন কারী ছিলেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে হাসখালি থানার পুলিশ।
Dec 03 2023, 14:50