* নাগাল্যান্ডের উপনির্বাচনে কংগ্রেসের ভরা ডুবি, জয় NDPP-র*
নাগাল্যান্ডের তাপি বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি। এদিন কংগ্রেসকে হারিয়ে জয়ী হলেন NDPP প্রার্থী ওয়াংপাং কোনিয়াক। নাগাল্যান্ডের মোন জেলায় রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। এদিন NDPP প্রার্থী কংগ্রেসের ওয়াংলেম কোনিয়াককে ৫,৩৩৩ ভোটে পরাজিত করে। গত ২৮ আগস্ট এনডিপিপি বিধায়ক নোকে ওয়াংনাও মারা যাওয়ায় পর তাপি বিধানসভাকেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। তাই গত ৭ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় তাপি বিধানসভা কেন্দ্রে।
এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী ওয়াংলেম কোনিয়াকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এনডিপিপি প্রার্থী ওয়াংপাং কোনিয়াক। এই উপনির্বাচনে অংশগ্রহণ করেছিল ৭ হাজার ৭৮৮ জন পুরুষ এবং ৭ হাজার ৪৬৮ জন নারীসহ মোট ১৫ হাজার ২৫৬ জন। নির্বাচন কমিশনের তরফ থেকে, এই উপনির্বাচনের সময় ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে সাতটিকে ঝুঁকিপূর্ণ এবং ছয়টিকে সংকটজনক বলে চিহ্নিত করা হয়।
সমস্ত ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারির ব্যবস্থা ছিল। শুধু তাই নয় নির্বাচনের জন্য প্রতিটি সেক্টরকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছিল।তাছাড়া গেজেটেড এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়েছিল উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। একথায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সম্পন্ন হয়েছিল তাপি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনে ভোট পড়েছিল ৯৬.২৫ শতাংশ।
প্রসঙ্গত, রবিবার একদিকে যখন মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থানের বিধানসভা কংগ্রেসকে হারিয়ে বিজেপির দখলে যাচ্ছে সেই সময় নাগাল্যান্ডের তাপি বিধানসভা উপনির্বাচনেও ভরা ডুবি কংগ্রেসের। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই হারে চাপ বাড়বে নেতা -মন্ত্রীরা।
Dec 03 2023, 14:24