পশ্চিম মেদিনীপুরের মোহবনিতে যথাযথ মর্যাদায় পালন হল শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিবস
এসবি নিউজ ব্যুরো: কেশপুর ব্লকের মোহবনী গ্রামের জন্মভূমিতে যথচিত মর্যাদায় সহিত পালন হল শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিবস উদযাপন। রবিবার ক্ষুদিরাম বসুর জন্মভূমি অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহমনি গ্রাম। ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলন ও ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঞ্জা, দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র ব্যানার্জি এবং আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আসিফ সানি সহ অন্যান্য সমাজসেবীবৃন্দ ও শিক্ষকবৃন্দ। এছাড়াও এদিন দু'নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েত অফিসে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। এদিন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম থেকে ২০ জন সাইকেলে করে এসে ক্ষুদিরাম কে স্মরণ করেন। সঙ্গে এসেছিলেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ও বিশিষ্ট সমাজসেবী সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা।
Dec 03 2023, 13:40