/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz তেলেঙ্গানায় ৮৮টি আসনে এগিয়ে কংগ্রেস, উচ্ছ্বাসে ঢাললেন দুধ West Bengal Bangla
তেলেঙ্গানায় ৮৮টি আসনে এগিয়ে কংগ্রেস, উচ্ছ্বাসে ঢাললেন দুধ

তেলেঙ্গানা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আজ। সূত্র মারফত জানা গিয়েছে, তেলেঙ্গানাতে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

এই আনন্দের আবহে কংগ্রেসের কর্মী সমর্থকদের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, পার্টির এমপি রাহুল গান্ধী এবং রাজ্য পার্টির প্রধান রেভান্থ রেড্ডি সমন্বিত একটি পোস্টারে দুধ ঢালতে দেখা গিয়েছে। কেননা, তেলেঙ্গানাতে কংগ্রেস তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে পেরেছে।

*প্যান্ডেল খাটিয়ে চলছে পুরুলিয়ার কাশিপুরের পাথরডিহা স্কুলের খুদেদের পাঠন পাঠন*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের পাথরডিহা গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের রাস্তা পাকা ও ঢালাই হলেও, গ্রাম মধ্যে অবস্থিত প্রাথমিক স্কুলের জরাজীর্ণ অবস্থা। ২০১৬ সাল থেকে খসে পড়তে থাকে বড় বড় চাঙর। যার কারণে সমস্যায় পড়েন পড়ুয়া থেকে শিক্ষক- শিক্ষিকারা। একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও স্কুল ভবনটির সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

তাই দুর্ঘটনার আশঙ্কায় এক সময় খুদেদের শিক্ষাঙ্গনে পাঠানো বন্ধ করে দেয় গ্রামবাসীরা। পরে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশ ও ত্রিপল কিনে তৈরি করেছে প্যান্ডেল। আর সেই প্যান্ডেলের ভেতরেই চলছে এখন ক্ষুদেদের পঠন-পাঠন। ব্যতিক্রমী শিক্ষাঙ্গন চালু হলেও সমস্যা তো রয়েই গেছে। আর প্যান্ডেলের ভিতরে শিক্ষাঙ্গনের দৃশ্য রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে বঞ্চনারও যেন এক অনন্য নজির হতে দেখা যাচ্ছে।

*4 State poll results trends*


এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে। 

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 113, কংগ্রেস 70

ছত্তীসগঢ়....বিজেপি 49, কংগ্রেস 39

তেলেঙ্গানায়.....বিজেপি ২, কংগ্রেস 66,বি আর এস 39.

মধ্য প্রদেশ.....বিজেপি 139, কংগ্রেস 90

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

4 State poll results trends

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 120, কংগ্রেস 66

ছত্তীসগঢ়....বিজেপি 48, কংগ্রেস 40

তেলেঙ্গানায়.....বিজেপি ২, কংগ্রেস 65,বি আর এস 46.

মধ্য প্রদেশ.....বিজেপি 160, কংগ্রেস 67

*4 State poll results trends*


এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি 118, কংগ্রেস 69

ছত্তীসগঢ়....বিজেপি 43, কংগ্রেস 46

তেলেঙ্গানায়.....বিজেপি ২, কংগ্রেস 65,বি আর এস 46.

মধ্য প্রদেশ.....বিজেপি 143, কংগ্রেস 86

*গণনার শুরুতেই তেলেঙ্গানায় এগিয়ে Congress*


তেলেঙ্গানা নিৰ্বাচনের ভোট গণনার শুরুতেই এগিয়ে গেল কংগ্রেস। ১০ টি আসনে এগিয়ে কংগ্রেস।

কংগ্রেসের সামনে বিজেপি মাত্র ১ টি আসনে এগিয়ে। অপরদিকে বিআরএস এগিয়ে রয়েছে ৬ টি আসনে। 

 

*ভোট গণনা শুরুতেই রাজস্থানে এগিয়ে BJP*


রাজস্থানে বিরাট চমক। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা তথ্য অনুযায়ী, অনেকটাই এগিয়ে বিজেপি।

জানা গিয়েছে, বিজেপি-৩৪, কংগ্রেস-২৮, বিএসপি-২, আরএলডি-১ এগিয়ে রয়েছে।

৪ রাজ্যে ভোট গননা শুরু হয়েছে

এসবি নিউজ ব্যুরো: মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

প্রাথমিক পর্যায়ে:

রাজস্থান.... বিজেপি ৫৫, কংগ্রেস ৫৩

ছত্তীসগঢ়....বিজেপি ৩৯, কংগ্রেস ৩১

তেলেঙ্গানায়.....বিজেপি ২, কংগ্রেস ৪৫,বি আর এস ২৮.

মধ্য প্রদেশ.....বিজেপি ৭৫, কংগ্রেস ৬৩.

অসহায় অসুস্থ যুবকের চিকিৎসার জন্য পরিবারকে সাহায্য বিধায়কের

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অসহায় এক যুবকের পাশে দাঁড়ালেন বিধায়ক তথা বিধানসভার পিএসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী। সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে কলকাতা থেকে ফিরেই রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় শিবু নাগের বাড়িতে ছুটে যান বিধায়ক। জানা গিয়েছে পেশায় নৈশ প্রহরী শিবু নাগের ছেলে গোপাল নাগ গত ১০ বছর ধরে নার্ভের সমস্যায় জর্জরিত। ধীরে ধীরে তার শরীর ঝুঁকে পরেছে। এখন পয়সার অভাবে চিকিৎসাও একদম বন্ধ।

এই পরিস্থিতিতে সরকারি কোনো সুযোগ সুবিধে পাচ্ছিল না পরিবারটি। কোন দিকে পা বাড়াবেন তা ভাবতে গিয়েই মানসিক যন্ত্রনায় পরছিল পরিবারের সদস্যরা। এই খবর জানার পরই তার বাড়িতে ছুটে যান বিধায়ক কৃষ্ণ কল্যানী। তিনি শিবু নাগের হাতে ৫০,০০০ টাকা তুলে দেন। পাশাপাশি, পিজি হাসপাতালে গোপালকে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিধায়ককে কাছে আপ্লুত গোপাল নাগ সহ গোটা পরিবার। তারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ককে। বিধায়ক জানান, "আমি বিধান সভার অধিবেশনের জন্য কলকাতায় ছিলাম।

আগে আসতে চেয়েছিলাম পরিবারটির কাছে। এরই মধ্যে শুরু হয়ে যায় বিধানসভার অধিবেশন। তবে এই পরিবারটির পাশে আমি সবসময় থাকবো। এখনই তাকে কোলকাতায় নিয়ে যাওয়া টা ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে রায়গঞ্জে তার চিকিৎসা করে কিছুটা সুস্থ হলে তাকে কোলকাতায় নিয়ে যাওয়া হবে"। গোপালের বাবা শিবি নাগ বলেন, " বিধায়ক আসায় আমি অনেকটাই নিশ্চিন্ত"।

মানব পাচার রুখতে জেলা পুলিশের বিশেষ কর্মশালা

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ি জেলার চা বাগান অধ্যুষিত এলাকাগুলি থেকে প্রায়শই নিখোঁজ, নারী পাচার জাতীয় অভিযোগ পাওয়া যায়। প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠন গুলির লাগাতার সচেতনতা প্রচারের ফলে এই সংখ্যা অনেকটা কমলেও পুরো সমস্যা আজও নির্মুল হয়ে যায়নি।গ্রামেগঞ্জে এই জাতীয় ঘটনা ঘটলে সবচেয়ে আগে যাদের এগিয়ে আসতে হয় তারা হলেন ভিলেজ পুলিশ এবং সিভিক পুলিশ। এদের তৎপরতার ফলে এই জাতীয় ঘটনা অনেকটাই কমিয়ে আনা গিয়েছে।

কিন্তু এই জাতীয় কাজ করতে গিয়ে তারা প্রতি পদে বিভিন্ন আইনি সমস্যা সহ অন্যান্য সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এইসব সমস্যা কিভাবে দ্রুত কাটিয়ে আরও দ্রুত আরও ভালো পরিসেবা দেওয়া যায় তা নিয়ে এবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালের উদ্যোগে জলপাইগুড়ি পুলিশ লাইনে শনিবার দিনভর এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এদিনের প্রশিক্ষন শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।