*প্যান্ডেল খাটিয়ে চলছে পুরুলিয়ার কাশিপুরের পাথরডিহা স্কুলের খুদেদের পাঠন পাঠন*
রাজ্য
এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের পাথরডিহা গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের রাস্তা পাকা ও ঢালাই হলেও, গ্রাম মধ্যে অবস্থিত প্রাথমিক স্কুলের জরাজীর্ণ অবস্থা। ২০১৬ সাল থেকে খসে পড়তে থাকে বড় বড় চাঙর। যার কারণে সমস্যায় পড়েন পড়ুয়া থেকে শিক্ষক- শিক্ষিকারা। একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও স্কুল ভবনটির সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
তাই দুর্ঘটনার আশঙ্কায় এক সময় খুদেদের শিক্ষাঙ্গনে পাঠানো বন্ধ করে দেয় গ্রামবাসীরা। পরে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশ ও ত্রিপল কিনে তৈরি করেছে প্যান্ডেল। আর সেই প্যান্ডেলের ভেতরেই চলছে এখন ক্ষুদেদের পঠন-পাঠন। ব্যতিক্রমী শিক্ষাঙ্গন চালু হলেও সমস্যা তো রয়েই গেছে। আর প্যান্ডেলের ভিতরে শিক্ষাঙ্গনের দৃশ্য রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে বঞ্চনারও যেন এক অনন্য নজির হতে দেখা যাচ্ছে।
Dec 03 2023, 12:12