/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *১১টা বাজলেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট* West Bengal Bangla
*১১টা বাজলেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২ রা ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১টা নাগাদ একটি ধর্মীয় মিছিল আছে। যেটা বেলগাছিয়া থেকে বড়বাজার পর্যন্ত যাবে। এই মিছিলে কমপক্ষে ১০০০-১৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  

*বঙ্গে কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? জেনে নিন আজকের আবহাওয়া*


শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় । আপাতত তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজিউম। আন্দামান সাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না। তবে শীতের আগমনে বাধা করে দিল নিম্নচাপ। ডিসেম্বর মাসে যেখানে লেপ-কম্বল নামানোর সময় সেখানে শীত যেন নাগালেই আসছে না। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? এই সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে চলছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত ১০ই ডিসেম্বর পর্যন্ত শীতের আমেজ বঙ্গে জাঁকিয়ে বসার তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস। 

ফের বালি পাচার নিয়ে সরব সৌমিত্র খাঁ

রাজ্য

বাঁকুড়াঃ 'অবৈধ' বালিখাদান নিয়ে ফের সরব হলেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার বিষ্ণুপুরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 'বীরভূমের চালান ব্যবহার করে বাঁকুড়ার বালি পাচার হচ্ছে! চলতি মরশুমে শুধুমাত্র মেজিয়ায় একটি খাদান চালু করা হয়েছে। ওই খাদান চালু কার স্বার্থে আর কার শ্যালক যুক্ত বলেও তিনি প্রশ্ন তোলেন।

সৌমিত্র খাঁ এদিন আরো বলেন, পাশের জেলার গলসী থেকে বাঁকুড়ার পাত্রসায়র, ইন্দাস, সোনামুখী, বড়জোড়ার অবাধে বালি পাচার হচ্ছে। পুলিশ থেকে বি.এল.আর.ওদের কাছে গেলে তারা বলছে কিছু জানিনা। এক জায়গার কাগজ নিয়ে অন্য জায়গায় বালি উঠছে। রাজ্য সরকার বিষয়টির দিকে নজর দিলে ন্যুনতম তিন হাজার কোটি টাকার রাজস্ব আদায় হতো। এই ঘটনার পিছনে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদত রয়েছে অভিযোগ তুলে তিনি পুরো বিষয়টি বাঁকুড়া জেলাশাসককে দেখার আবেদন জানান।

সৌমিত্র এদিন আরো দাবি করেন, নদী গুলি থেকে জে.সি.বি-র সাহায্য নিয়ে বালি তোলা হচ্ছে। অবৈধ এই কাজ বন্ধ হলে এলাকার মানুষ কাজ পেতেন, বর্তমানে সেই সুযোগ বন্ধ। জেলা প্রশাসন আগামী সাত দিনের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁরা দলীয়ভাবে পথে নামবেন বলে তিনি জানান।

বিজেপির বিরুদ্ধে আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ তুলল তৃণমূল

আবারও বঙ্গ বিজেপিকে চাপে ফেলতে বড় সিদ্ধান্ত নিল শাসক দল তৃণমূল। এবার বিজেপির বিরুদ্ধে আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ তুলল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক তৃণমূলের।

আজ বিজেপি বিধায়করা আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গার জল দিয়ে ধুয়ে দেন। আর যাকে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। কারণে এই জায়গাতেই গত দুদিন ধরে ধর্নায় বসেছিল তৃণমূল। তৃণমূলের দাবি, তৃণমূলের ধর্নায় আদিবাসী সমাজের প্রতিনিধিরাও ছিলেন। আর বিজেপির এহেন শুদ্ধিকরণ প্রক্রিয়া আদিবাসী সমাজকে যথেষ্ট অপমানিত করেছে।

ডিসেম্বরের শুরুতেই বাড়লো গ্যাসের দাম

ফের দাম বৃদ্ধির ফলে কলকাতায় নতুন দাম হচ্ছে ১৯০৮ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে। তবে ১৪.২ কেজির গ্যাসের দাম থাকছে ৯২৯ টাকা।অক্টোবরের শুরু থেকে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এবার বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েক দফায় ওঠানামে করেছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম।

সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়তে দেখা গিয়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়। ফলে কলকাতায় নতুন দাম হয় ১৮৮৫.৫০ টাকা। তাই এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে গেল।

*তৃণমূল সুপ্রিমকে বেনজির আক্রমণ শুভেন্দুর*

রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ফের একবার অভিনব কায়দায় আসরে নামলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী । শুভেন্দুর নিশানায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তিনি বুঝিয়ে দিলেন কার্যত।

আজ সাত সকালে তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘সাদা কালো - আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো; ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো। শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প; শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প ! চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব; চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত। যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং; এর তার ঘাড়ে দোষ ঠেলে দিয়ে, পিসি-ভাইপো খুঁজবো পালাবার পথ; এপাং ওপাং ঝপাং !’ তবে এই নিয়ে শাসক দলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

*ডিসেম্বরের প্রথম দিনের কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ১ লা ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে  আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*আগামী ৪-৫ দিন বঙ্গে কমবে শীতের আমেজ , জেনে নিন আজকের আবহাওয়া*


শীতের পথে বারেবারে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় । এবার ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কাটতে না কাটতেই হাজির হয়েছে মিগজাউম। স্বাভাবিকভাবেই নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বাংলায় এর কোনও প্রভাব পড়বে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

তবে এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে। আর যার দরুন পারদ পতনেও হচ্ছে। বর্তমানে আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। 

২ ডিসেম্বর শনিবার বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ।হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর নাগাদ স্থলভাগ ছুঁতে পারে ঘূর্ণিঝড়টি । তারপর এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকে তা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১ লা ডিসেম্বর (শুক্রবার)*



মেষ রাশিফল (Friday, December 1, 2023)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। এই রাশির ছাত্র ছাত্রীয়দের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে।আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- রান্নার জন্য ঢাক পাতা ব্যবহার আপনার কর্ম জীবনে ভালো প্রভাব দেবে।



বৃষভ রাশিফল (Friday, December 1, 2023)

শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচী আপনাকে আরো ভালো আকারে আনতে সাহায্য করবে। আজ, আপনি অর্থ-সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন, এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের সন্মান দেখালে তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।



মিথুন রাশিফল (Friday, December 1, 2023)

আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ, যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বতঃস্ফুর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। সময়ের থেকে বড়ো কিছু নেই । এইজন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবন কে নমনীয় করার দরকারও পরে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয়। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য গরুকে সবুজ চারা খাওয়ান।




কর্কট রাশিফল (Friday, December 1, 2023)

আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ, যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বতঃস্ফুর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালি জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন। শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে। আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন।




সিংহ রাশিফল (Friday, December 1, 2023)

দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।




কন্যা রাশিফল (Friday, December 1, 2023)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- কোনো অশ্বথ গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল, চিনি, ঘি এবং দুধ এর মিশ্রণ ঢাললে তা আপনার জন্য স্থায়ী আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে।





তুলা রাশিফল (Friday, December 1, 2023)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। ব্যাক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। যৌন আবেদন আকাঙ্খিত ফল দেবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- আর্থিক সাফল্য লাভের জন্য বাদামি বা লালচে বাদামি রঙের কুকুর লালন পালন করুন।

বৃশ্চিক রাশিফল (Friday, December 1, 2023)

আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নীচু থাকবেন- একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। উর্ধ্বতন কারোর কাছে সবদিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে।

প্রতিকার :- মহাদেবকে বা কোনো অশথ গাছের সামনে ২/৩ তে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

ধনু রাশিফল (Friday, December 1, 2023)

আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আজ, আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনার একগুঁয়ে আচরণ ​​আপনার বাড়ির লোকেদের এবং এমনকি আপনার ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। কোন নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন-এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন। আপনি পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে।আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন।

প্রতিকার :- মদ, মাংসের মতো তামসিক বস্তু এড়িয়ে চলুন এবং পরিবারের খুশি বাড়িয়ে তুলুন।

মকর রাশিফল (Friday, December 1, 2023)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- রোজ রামচরিত মানস ও সুন্দরকান্ড পথ করলে পারিবারিক জীবন সুন্দর ভাবে অতিবাহিত হবে।

কুম্ভ রাশিফল (Friday, December 1, 2023)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে। অতএব, আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার। যথাযথ ভাববিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে! ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

মীন রাশিফল (Friday, December 1, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।

প্রতিকার :- চাল, দুধ, চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

*আই লিগের লড়াইতে শক্তিবৃদ্ধির লক্ষ্যে মহামেডানে যোগ দিতে কলকাতায় এসে পৌঁছলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেস্ট্রো জুয়ান কার্লোস নেলার*

খেলা 

 এসবি নিউজ ব্যুরো: প্রতিভাবান মিডফিল্ডারকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান ক্লাব কর্মকর্তা এবং সমর্থকরা।আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী (২৬) বছর বয়সী মাঝমাঠের ফুটবলারটিকে ঘিরে প্রত্যাশার এখন তুঙ্গে। মেস্ট্রো জুয়ান কার্লোস নেলারের ফুটবলার হয়ে যাত্রা শুরু ২০১৯-২০ মরশুমে স্পেনের দল লোরকা এফসি-র হয়ে। এছাড়াও তিনি খেলেছেন Tercera División RFEF-এর হয়েও।আই লিগে মহামেডান স্পোর্টিং-এর খেলতে দেখা যাবে তাকে।

যদিও তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। ২০২২ মরশুমে তিনি গোকুলাম কেরালা এফসির হয়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। মোট ৯টি ম্যাচে, তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া ছিশ। গত জানুয়ারিতে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির হয়েও বেশ ভালো খেলেন তিনি। একটি গোল ছাড়াও একটি অ্যাসিস্টও ছিল তাঁর। সেইসঙ্গে, তাঁর জার্সি নম্বর ছিল ৫ এবং দলের ভালো ফলাফলের পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। 

মহামেডান স্পোর্টিং ক্লাব ষষ্ঠ বিদেশী হিসাবে তাঁকে স্বাগত জানাতে পেরে গর্বিত। সবাই আশা করছে চলতি মরশুমে সাদাকালো ব্রিগেডের সাফল্যের ক্ষেত্রে, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছেন জুয়ান কার্লোস নেলার। ​​

 ছবি সৌজন্যে:মহামেডান স্পোর্টিং ক্লাব