'দলছুট' রামলাল যখন 'বন্ধু'
রাজ্য
বাঁকুড়াঃ জঙ্গলের পশুর সঙ্গেও মানুষের সখ্যতা গড়ে ওঠা সম্ভব! রামলালকে না দেখলে বোধহয় বিশ্বাস করা কঠিন। রামলাল কে? আসলে রামলাল হলো দলছুট এক দাঁতাল৷ আর দলছুট দাঁতালের সঙ্গেই রীতিমতো সখ্যতা গড়ে উঠেছে বড়জোড়ার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বরফানী আশ্রম এলাকার মানুষের। বিশালাকার ওই দাঁতালের একদম সামনে চলে যাওয়া থেকে তাকে পিছনে রেখে কয়েক জন যুবককে মাটিতে বসে খোশ মেজাজে গল্প করতেও দেখা গেছে।
প্রসঙ্গত, দলমার দামালদের আপাত নিরাপদস্থল হিসেবেই পরিচিত বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকা। বনদপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বড়জোড়ায় ১৯ টি, উত্তর সরাগড়া ২ টি, সাহারজোড়া ৪৫ টি, রসিকনগরপুর ১ টি মোট ৬৭ টি হাতি রয়েছে। আর এই তালিকাতেই বহুচর্চিত রামলালের নাম থাকলেও সে 'দলছুট' বলেই স্থানীয়দের দাবি।
উল্লেখ্য, পড়শি জেলা 'ঝাড়গ্রামে রামলাল' নামে একটি হাতি ভীষণই জনপ্রিয়। গত অক্টোবর মাসে শারদোৎসবের ঠিক আগে পশ্চিম মেদিনীপুর এলাকায় তাকে দেখা গিয়েছিল। এই রামলালই সেই রামলাল কিনা তা অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি কেউই।
তবে রামলাল স্থানীয়দের একাংশের বিশ্বাসভাজন হয়ে উঠতে পারলেও বনদপ্তরের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি সে। আর তাই বনদপ্তরের কর্মীরা কড়া নজর রেখেছেন রামলালের উপর। বলা তো যায়না কখন কি সে করে ।
Nov 30 2023, 16:23