পুলিশের হাতে আইনজীবীর নিগ্রহের অভিযোগে বিরক্ত হাইকোর্ট
কলকাতা: শ্যামপুর থানার পুলিশের হাতে আইনজীবীর নিগ্রহের অভিযোগে বিরক্ত কলকাতা হাইকোর্ট। অবিলম্বে থানার সিসিটিভির হার্ড ডিস্ক সংরক্ষনের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযোগ, পাসপোর্ট ভেরিফিকেশন করাতে গিয়ে শ্যামপুর থানায় পুলিশের মারধরের শিকার হন হাইকোর্টের এক আইনজীবী।
হাইকোর্টের আগের নির্দেশে মতো এদিন হাওড়ার জেলাশাসক তার রিপোর্ট এদিন তাঁর তদন্ত রিপোর্ট জমা করেছেন হাইকোর্টে। তাতে জানানো হয়, থানার সিসিটিভিতে ৫ নভেম্বর, ঘটনার দিনের ফুটেজ ধরা নেই। কারণ ১৫ দিন পর্যন্ত ছবি ধরে রাখা যায়। এরপরেই জেলা শাসকের রিপোর্ট দেখে উষ্মা প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার বক্তব্য, ৫ নভেম্বরের ঘটনা। হটাৎ পুলিশ কেনো ১৫ দিনের সিসিটিভি ফুটেজ ধরে রাখার মতো হার্ড ডিস্ক ব্যবহার করলো। এটাতেই তো পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়।
আদালতের কটাক্ষ, কেন তাহলে একদিনের নয়, কেন ১৫ দিনের সিসিটিভি রাখা। এটা সুপ্রিমকোর্টের নির্দেশের পরিপন্থী। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট একধিক নির্দেশে অন্তত এক বছরের ফুটেজ সংরক্ষণের মতো ব্যবস্থা সিসিটিভিতে রাখার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ, জেলাশাসকের রিপোর্ট জমা রাখা হচ্ছে। থানার সিসিটিভির হার্ড ডিস্ক সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে আগামী শুনানিতে আদালত সিএফএসল পাঠানোর নির্দেশ দেবে আদালত। পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর।
Nov 29 2023, 15:29