শাহের সভার আগেই ‘মোটা ভাই , ভোট নাই’ পোস্টার টাঙালো তৃণমূল
কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই আগে শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং।এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এইভাবে শাহ-বিরোধী প্রচার চালানো হবে তৃণমূলের তরফে।
এই মেগা জনসভা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন,' ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।'পাশাপাশি তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ' ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১টে ৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স থেকে সড়কপথেই সভাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলে উপস্থিত থাকবেন।
Nov 29 2023, 13:27