*সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টোটো বন্ধের ডাক তমলুক শহর টোটো চালক ইউনিয়নের।*
রাজ্য
দিনে দিনে বাড়ছে টোটোর সংখ্যা৷ ফলে রাজ্য সড়ক হোক কিংবা জাতীয় সড়কে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা কমাতে উচ্চ আদালত ও পরিবহন দপ্তরের আদেশ অনুসারে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল অবৈধ ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই শহরে রয়েছে মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ও বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, সহ একাধিক নার্সিংহোম এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস। তমলুক শহরে যদি রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ হয় তাহলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষেরা তেমনি অপরদিকে ক্ষতির সম্মুখীন হবে টোটো চালকেরা। তমলুক শহরে এই মুহূর্তে প্রায় ৭০০ থেকে ৮০০ টোটো চলাচল করে, সেই সমস্ত টোটো চালকেরা আজ তমলুক শহর জুড়ে মিছিল করে।
সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন মানবিক দৃষ্টিতে বিবেচনা করে তমলুক শহরে যাতে টোটো চালানো যায় সেই দাবি রেখে গতকাল সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত টোটো বন্ধের ডাক দিয়েছে টোটো ইউনিয়ন, এমনটাই জানান তমলুক শহর টোটো ইউনিয়নের সভাপতি চঞ্চল খাঁড়া।
Nov 28 2023, 21:38