*লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনে রাম বামের জোট, কটাক্ষ শাসকদলের*
নন্দকুমার : সমবায় নির্বাচনে নন্দকুমারে রাম বাম জোট মডেল হয়ে উঠেছিলো। সেই নন্দকুমারে আবার লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনেও দেখা গেলো রাম বাম জোটের ছবি। যাকে ঘিরে শাসকদলের কটাক্ষ।
গত ১১ অগস্ট পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতর বোর্ড গঠনের দিন সিপিম প্রার্থী আব্দুল জব্বারকে পুলিশের গ্রেফতার করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৩ টি। তৃণমূল পেয়েছিলো ১১ টি, সিপিএম ৫টি, বিজেপি ৫ টি এবং নির্দল ২ টি আসন পায়। ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে সিপিএমের প্রার্থী আব্দুল জব্বার কে পুলিশকে দিয়ে গ্রেফতার করায় শাসকদল এমন অভিযোগ উঠে আসে।ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গত ১১ অগস্ট বোর্ড গঠনের দিন। তৃণমূল বোর্ড গঠন করলেও বোর্ড গঠন নিয়ে বিতর্ক ওঠে। বিরোধীরা আদালতে যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন ৬ সপ্তাহের মধ্যে পুনরায় আবার নির্বাচন করে বোর্ড গঠন করার নির্দেশ দেয়।সেই নির্দেশের পর গ্রাম পঞ্চায়েত স্তব্ধ হয়ে পড়ে।নির্দেশ অনুযায়ী আগামী ২৮ নভেম্বর গঠন করা হবে বোর্ড। বোর্ড গঠন ঘিরে ফের বিতর্ক।গত ২৫ নভেম্বর তৃণমূল ডিভিশন বেঞ্চে আপিল করে বোর্ড গঠনের স্টে অর্ডারের। অপরদিকে সিপিআইএম এর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই কেস লড়েন।তৃণমূলের জয়ী ১১ প্রার্থীর আপিল খারিজ করে ডিভিশন বেঞ্চ এবং স্পষ্ট জানিয়ে দেয় আগামী ২৮ তারিখ নির্বাচন হবে এবং আগামী ৮ ডিসেম্বর এই কেসের অন্তিম শুনানি।যদিও তৃণমূলের দাবি ক্ষমতা দখলের জন্যে অগণতান্ত্রিক ভাবে কিছু করে না তৃণমূল।
আদালতের নির্দেশ অনুসারে মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নন্দকুমার ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিন নির্বাচনের পরে বিরোধীরা বলেন, আমরা চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার জন্য একজোট হয়েছি। জানাগিয়েছে এদিনের নির্বাচনে ২৩ টির মধ্যে বিরোধীরা ১২ এবং শাসকদল তৃণমূল ১১ টি ভোট পেয়েছে। তবে আগামী ৮ ই ডিসেম্বর আদালতের রায়ের পরেই ফলাফল ঘোষনা হবে।
রাম বামের এই ধরনের জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলায় অশান্তি করার জন্য রাজ্যে তলে তলে রাম বাম জোট করেছে তা এদিনের ছবিতে আবারও একবার প্রমান হলো।
Nov 28 2023, 18:22