*শিক্ষকের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের *
উত্তর ২৪ পরগনা: শিক্ষকের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এমনকি অন্যান্য শিক্ষককে ঢুকতে দেওয়া হল না স্কুলে । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাটি পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
বিক্ষোপ কারীদের অভিযোগ,এই স্কুলে নার্সারি থেকে ফাইভ পর্যন্ত মোট ৬টি ক্লাস আছে। ১০০ জনের উপর ছাত্রছাত্রী । একসময় খুব ভালো পড়াশোনা হত এই স্কুলে । ৬ জন শিক্ষক ছিল স্কুলে । কিন্তু এখন শিক্ষক কমতে কমতে একজন শিক্ষক আর একজন প্যারা টিচার এই দুজন দিয়ে চলছে স্কুল । যে কারণে ঠিক মতন পড়াশোনা হয় না। পড়াশুনো ঠিক মতন হয় না কিন্তু সামনেই পরীক্ষা, ছাত্র-ছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে । বহুবার এস আই দপ্তরে অভিভাবকরা জানিয়েছে কিন্তু শুধু আশাই দিয়েছে কোন কাজের কাজ হয়নি ।
তাই আজ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায় । তাদের দাবি অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।এবং পুনরায় স্কুলে শিক্ষার মান ভালো করতে হবে ।
শিক্ষকের অভাবে ঠিক মতন পঠন-পাঠন হচ্ছে না স্বীকার করে নিলেন স্কুলের শিক্ষক পল্লব দত্ত ।
বাদুড়িয়ার এসআই_জেসমিরা খাতুন ফোনে জানান লিস্ট হয়ে গেছে অবিলম্বে শিক্ষক নিয়োগ হবে স্কুলে ।
Nov 28 2023, 17:49