দারিদ্রতা কাটিয়ে সংসারে হাল ধরতে লক্ষ্মীই ভরসা
রাজ্য
উত্তর ২৪ পরগনা: বসিরহাটের হিঙ্গলগঞ্জের ১৪ নম্বর স্যান্ডেলার বিলের বাসিন্দা লক্ষ্মী রানী গায়েনের।দুই মেয়ে এক ছেলে নিয়ে তার সংসার।ছেলে-মেয়েদের লেখাপড়া সেখানোর পাশাপাশি সংসার চালাতে, দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে জীবন যুদ্ধের সংগ্রামের সাথে লড়াই করে যাচ্ছেন লক্ষ্মী দেবী।
সংসারের অভাবে আর পাঁচটা মহিলাদের মত ভাগ্যের দোষ কপালের দোষ না দিয়ে, স্বামীর পাশাপাশি সংসারে হাল ধরতে ব্যবসায় নেমে পড়েছেন লক্ষীরানী নিজেই।সংসারে হাল ধরতে রিকশায় করে সবজি নিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে।আমবেড়িয়া ১৩ নম্বর স্বরূপকাঠি লেবুখালী কাঠার বাড়ি বাঁকড়া ১১ নম্বর রূপমারি সহ বিস্তীর্ণ এলাকার মানুষ লক্ষী দেবীর অপেক্ষায় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে মানুষ জন।
তার কাছে সব রকমের সবজি আলু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফুলকপি, ওলকপি ,সিম ,বিট গাজর ,টমেটো সহ বিভিন্ন সিজনের সবজি তার কাছে পাওয়া যায়।তার এই মুহূর্তে দাবি এখন আর পা চালিত রিক্সায় করে গ্রামে গ্রামে যাওয়া তার কাছে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।কারণ তার বয়স এখন প্রায় ৪৬ ছুঁই ছুঁই।সরকারি ভাবে তিনি তো কোন অনুদান কিছু পাননি এখনো পর্যন্ত।
তিনি পঞ্চায়েতের কাছে আবেদন করেছেন একটা টোটো গাড়ি বা যন্ত্র চালিত রিক্সা যদি দেওয়া সম্ভব হতো তাহলে তার খুব ভালোই হয়।এবং সেই সাথে সাথে আরো একটি দাবি তিনি করেছেন তার যদি আবাস যোজনার ঘর।লক্ষ্মী দেবী কে সরকারি অনুদানের আশ্বস্থ করেছেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রধান।
Nov 28 2023, 13:41