লাগামহীন সারের কালোবাজারি রুখতে ধূপগুড়ি শহরের সারের দোকানে রুটিন অভিযান কৃষি দফতরের আধিকারিকদের
রাজ্য
এসবি নিউজ ব্যুরো: সারের কালোবাজারি রুখতে আজ সাতসকালেই জলপাইগুড়ির সহ কৃষি অধিকর্তা (প্রশাসক) পাপিয়া ভট্টাচার্যের নেতৃত্বে জলপাইগুড়ির সারের দোকান চালালো কৃষি দফতর।অভিযানে উপস্থিত ছিলেন, ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন সহ অন্যান্য আধিকারিকরা।কৃষি দপ্তরের এই অভিযান চলাকালীন এদিন ধূপগুড়ি শহরের একাধিক সারের দোকানে হানা দেয় কৃষি দপ্তরের আধিকারিকরা।
সেই সারের দোকানের স্টক রেজিস্টার খতিয়ে দেখে অনেক অসংগতি লক্ষ্য ধরা পরে কৃষি আধিকারিকদের কাছে। এরপর আধিকারিকরা হানা দেয় ওই ব্যবসায়ীর গোডাউনে। সেখানে বেআইনিভাবে মজুদ করা প্রচুর সংখ্যক সার পাওয়া যায়। যার বৈধ কোন কাগজ দেখাতে পারেনি ওই ব্যবসায়ী। গোডাউনের পাশে আরেকটি ঘরে গোপন গোডাউনের হদিশ পায় কৃষি আধিকারিকরা। কিন্তু সেই ঘরে প্রবেশ করতে চাইলে প্রথমে ওই ব্যবসায়ী অনিচ্ছা প্রকাশ করেন। কৃষি আধিকারিকের ধমকে ওই ঘরটি খুলতে বাধ্য হয় ব্যবসায়ী। ওই গোপন গোডাউনে প্রবেশ করে কৃষি আধিকারিকদের চক্ষু চড়কগাছ।
সেখানে বেআইনিভাবে মজুদ রয়েছে প্রচুর সংখ্যক অবৈধ সার। এরপর ওই গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি তে প্রত্যেক বছরই আলু চাষের মরশুমের মুহুর্তে এভাবেই অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগ উঠেছিল বহুবার। এবং পরবর্তীতে দেখা যায় সেই মজুদ করা সাড়ের কালো বাজার রমরমে চলে যার জেরে সমস্যার সম্মুখীন হয় সাধারণ কৃষকরা।
Nov 28 2023, 11:45