*টার্গেট শুভেন্দুর জেলা,চাটাই বৈঠক করে,জোড়া ফুলে জোড়া আসনের আহ্বান কুণালের*
রাজ্য
তমলুক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের সরকার পরিবর্তনে মরিয়া তৃণমূল। ইন্ডিয়া জোটের মধ্যদিয়ে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার লড়াই শুরু হয়ে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভার আসনের মধ্যে তৃণমূলের টার্গেটে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন। তমলুক ও কাঁথি লোকসভার দুটি আসন যাতে কোনো ভাবেই বিজেপি না পায় তার জন্য এখন থেকেই লোকসভা নির্বাচনে প্রস্তুতি এক প্রকার শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস।
সোম পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তমলুকের নিমতৌড়িতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে পাড়ায় পাড়ায় চাটাই বৈঠক করে সুফল পেয়েছি। তাই আগামী লোকসভা নির্বাচনে চাটাই বৈঠকের মধ্যদিয়ে জেলার দুটি লোকসভা আসন গাদ্দার কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষা দিতে হবে। এদিন তিনি একটি স্লোগানও ঠিক করে দেন। " পূর্ব মেদিনীপুর জোড়া ফুলে জোড়া আসন চাই"
এদিন শুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ঘটনাস্থলে না গিয়ে বিশ্বকাপে মেতেছেন। " মাঠে গেলেন নরেন,কাপ গেলো ফরেন" প্রধানমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কুণালের কটাক্ষ।
পাশাপাশি কলকাতায় ২৯ তারিখে বিজেপি যে সমাবেশের আয়োজন করেছে তা নিয়ে তিনি বলেন, আমরা শহীদ মিনারে সভা করি শহীদদের শ্রদ্ধা জানাতে। কিন্তু ওরাতো কিছুতেই ছিলো না। তৃণমূল করে বলে প্রতিহিংসায় ভুগিছে।
এদিনের সভায় কুণালবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, বিধায়ক ফিরোজা বিবি, সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি, সভাপতি অসীত ব্যানার্জি সহ অন্যান্যরা।
এদিন বক্তাদের মুখে বারবার ধরে একটাই কথা শোনা যায় লোকসভা নির্বাচনে আগে দলের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। তাহলে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ রয়েছে যার জন্য এই ধরনে কথা উঠে আসছে।
এদিনের বৈঠক থেকে একপ্রকার লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলো।






এসবি নিউজ ব্যুরো: কাটোয়ার দাঁইহাটার ঐতিহ্যবাহী প্রাচীন রাস উৎসব। প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব পালিত হয় দাঁইহাট শহরে। এবছর লক্ষাদিক দর্শনার্থী দাঁইহাট শহরে আসবে বলে জানান দাঁইহাট পৌরসভার পৌর প্রধান প্রদীপ কুমার রায়। তিনি বলেন," আগত দর্শনার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প থাকবে"। কাটোয়ার পুজো গুলির মধ্যে উল্লেখযোগ্য বৌদ্ধ সংঘের পাঁচ ভাই পুজোর উদ্বোধন করেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক। উপস্থিত ছিলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী।এবারের উল্লেখ্যযোগ্য পুজোমণ্ডপ গণেশ জননী ক্লাবের গণেশ ,ভাই ভাই সংঘ , আপন জনের পুজো , টাইগার সংঘের পুজো। ১৬ টি থিম পুজোর মধ্যে উল্লেখযোগ্য বিবেকানন্দ ক্লাবের রাজস্থানের আদলে মন্ডপ শিশমহল। তাদের এবারের বাজেট ১৬ লক্ষ টাকা জানালেন হিমাংশু দত্ত। এছাড়াও নবজাগরণ ক্লাবের থিম তানট পাতার মণ্ডপ বাজেট ১৫ লক্ষ টাকা বাজেটের পুজো।মনি সংঘের ক্লাবের পুজোর বাজেট ৬ লক্ষ টাকা জানালেন সমীর বারুই।নবারুণ সংঘের থিম কাঠের পুতুল ও কুলো দিয়ে বানানো পুজোমণ্ডপ। শতাব্দী প্রাচীন রাস উৎসবকে ঘিরে উৎসবে মেতে উঠেছে দাঁইহাট বাসী ।
দাঁইহাট কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সভাপতি সন্দীপ কুমার দাস জানান ,"নতুনত্ব আলোকসজ্জার পাশাপাশি দাঁইহাটের বিভিন্ন রাস্তায় আলপনা একে সাজিয়ে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা । ২৮ নভেম্বর বিসর্জনের শোভাযাত্রার দিন উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন," আগত দর্শনার্থীদের কোন রকম অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব সকলের "।

Nov 27 2023, 18:01
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k