বড়জোড়ার মালিয়াড়া রাজবাড়ি প্রাঙ্গনে রাস মেলা শুরু
রাজ্য
বাঁকুড়াঃ উদয়ন্ত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বড়জোড়ার মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্থানীয় রাজবাড়ি প্রাঙ্গনে আট দিনের ঐতিহ্যবাহি রাস মেলা শুরু হলো। মেলা চলবে আগামী ৪ ডিসেম্বর, সোমবার পর্যন্ত।
সোমবার হরিনাম সংকীর্তণ সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম প্রদক্ষিণ করে। মেলা উপলক্ষ্যে আট দিন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির তরফে জানানো হয়েছে, মালিয়াড়া রাজপরিবারের তৈরী রাস মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় দীর্ঘদিন পড়ে ছিল। পরে বর্তমান রাজপরিবারের সদস্যদের অনুমতি নিয়ে মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির তরফে মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় ও রাস উৎসবের সূচণা করা হয়। রাস উৎসবের পাশাপাশি বছরভর মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বছরভর বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের নিয়োজিত রাখেন বলে জানানো হয়েছে।
Nov 27 2023, 14:35