/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *রাজভবনের 'দুর্গা ভারত সম্মান', জানুন বিস্তারিত* West Bengal Bangla
*রাজভবনের 'দুর্গা ভারত সম্মান', জানুন বিস্তারিত*


মুখ্যমন্ত্রীর ঘোষিত বিশ্ববাংলা সম্মানের অনুকরণে চালু হচ্ছে 'দুর্গা ভারত সম্মান'। এবার দুর্গাপুজোয় রাজভবন সম্মান জানাবে বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের।আজ, বুধবার রাজভবনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। 

রাজ্যভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলার দুর্গাপুজো উপলক্ষ্যে বিশেষ সম্মান দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার নাম 'দুর্গাভারত সম্মান'। তবে বাংলার দুর্গাপুজোকে সামনে রেখে এটা চালু হলেও এই সম্মান শুধু বাংলার মানুষজন পাবেন তা নয়। গোটা দেশের যে কোনও রাজ্যের কৃতীরা এই সম্মান পেতে পারেন। তাই গোটা ভারত থেকে বুধবার মনোনয়নও চেয়ে পাঠিয়েছে রাজভবন। 

দুর্গাভারত সম্মান'কে মোট তিন ভাগে ভাগ করেছে রাজভবন-

১। দুর্গাভারত পরম সম্মান: এই সম্মানের প্রাপককে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

২। দুর্গাভারত সম্মান: পুরস্কার প্রাপক ৫০ হাজার টাকা পাবেন।

৩। দুর্গাভারত পুরস্কার: ২৫ হাজার টাকা পাবেন মনোনীত পুরস্কার প্রাপক।

কোন কোন ক্ষেত্রে সম্মান পাবেন কৃতীরা? রাজভবনের তরফে তার একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন শাখার ১১টি ক্ষেত্র ছাড়াও রাখা হয়েছে 'অন্যান্য' নামে একটি জায়গা। যেখানে ওই ১১টি ক্ষেত্রের বাইরের কৃতীরাও মনোনীত হতে পারেন। তালিকার সেই ১১-

১। শিল্পকলা: গান, ছবি আঁকা, ভাস্কর্য, আলোকচিত্র, সিনেমা, থিয়েটার, লোক শিল্প, আদিবাসী শিল্প বা যে কোনও শিল্প।

২। সমাজ কল্যাণমূলক কাজ: সমাজসেবা, দান-ধ্যান, কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য তৈরি কোনও প্রকল্প ইত্যাদি।

৩। পাবলিক অ্যাফেয়ার্স: আইন, জনজীবন সংক্রান্ত বিষয়।

৪। বিজ্ঞান এবং প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং: পরমাণু বিজ্ঞান, মহাকাশ প্রকৌশল ইত্যাদি।

৫। তথ্য প্রযুক্তি, বিজ্ঞান সংক্রান্ত গবেষণা

৬। বাণিজ্য এবং শিল্প: ব্যাঙ্ক, অর্থনীতি, ম্যানেজমেন্ট, পর্যটনের প্রচার, ব্যবসা।

৭। চিকিত্‍সা: আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, নেচারোপ্যাথি, সিদ্ধা ইত্যাদি বিভিন্ন চিকিত্‍সার মাধ্যমে গবেষণা এবং বিশেষ কৃতিত্ব।

৮। সাংবাদিকতা, শিক্ষকতা, প্রকাশনা।

৯। সাহিত্য, কবিতা, শিক্ষার প্রচার, সাক্ষরতার প্রচার।

১০। প্রশাসনিক কাজে কৃতীরা

১১। খেলাধূলা

এ ছাড়াও থাকছে 'অন্যান্য'। সেখানে বলা হয়েছে, উপরোক্ত সবক'টি বিভাগের বাইরে থেকেও যাঁরা ভারতীয় সংস্কৃতির প্রচারে ভাল কাজ করেছেন, মানবাধিকার রক্ষা, বন্যপ্রাণ সংরক্ষণে ভাল কাজ করেছেন, তাঁরাও মনোনীত হতে পারেন এই সম্মানের জন্য। চলতি মাসের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই সমস্ত বিভাগে মনোনয়ন জমা নেওয়া হবে। অর্থাত্‍ হাতে সময় আর মাত্র তিন দিন। যে ই-মেলে এই মনোনয়ন পাঠানো যাবে সেটি হল-

*ISL খেলা শেষে চলবে বাস ও মেট্রো*


আজ আইএসএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচেই কেরলের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। কিন্তু দক্ষিণী দলটিকে কখনই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান এসজি কোচ। 

যুবভারতী স্টেডিয়াম থেকে সাতটি রুটে চলবে বাস। এর মধ্যে রয়েছে যাদবপুর, উল্টোডাঙা, জোকা, এসপ্ল্যানেড, বারাকপুর, হাওড়া স্টেশন, গড়িয়া ও দক্ষিণেশ্বরও। ফলে খেলা শেষ হতে রাত হলেও বাড়ি ফেরার চিন্তা থাকবে না সমর্থকদের। গত দুই ম্যাচের মতো, বুধবার রাতেও ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ একজোড়া অতিরিক্ত মেট্রো চালাবে বলে আশাবাদী মোহনবাগান সমর্থকরা।

*জনসংযোগ বাড়াতে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন মমতা-অভিষেক*


এবার জনতাদের কাছে পৌঁছাতে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মুখ্যমন্ত্রীই নয় হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ক্রমশই জনপ্রিয় হচ্ছে। গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপে চ্যানেলে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে বিপুল পরিমাণ জনতার কাছে পৌঁছোতে এবার ডিজিটাল মাধ্যমের ওপর ভরসা রাখছে তৃণমূলের নেতৃবর্গ।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল, যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে। জনসংযোগে বরাবরই জোর দেন রাজনীতিকরা।

উল্লেখ্য, এদিন সকালে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছেন প্রায় ২ হাজার জন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন প্রায় আড়াই হাজার জন।

*আবারও সোনা জয় ভারতের*


এবার সোনা জিতে নিলেন ভারতের তিন সোনার মেয়ে। মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে চিনকে হারিয়ে সোনা জিতেছেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। তাছাড়া মহিলাদের 50M 3P টিম ইভেন্টে ভারত রুপোর পদক জিতেছে। সিফট কৌর সামরা, আশি চৌকসে এবং মানিনী কৌশিকের ভারতীয় ত্রয়ী বুধবার চিনের হ্যাংঝোতে এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার ৩ পজিশনের দলগত ইভেন্টে রুপোর পদক জিতেছে। তাদের এই জয়ে খুশি গোটা দেশ।

এশিয়ান গেমসের চতুর্থ দিনের শেষে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। চলতি বছর ভারতের পারফরম্যান্স অতুলনীয়। এখনও পর্যন্ত চারটি সোনা, পাঁচটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ পদক সহ মোট ১৬টি পদক পেয়েছে ভারত।

*বেলা ১২টা বাজলেই রাজপথে মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ২ ৭শে সেপ্টেম্বর বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।

তবে বুধবার বেলা ১২টা নাগাদ ক্যামাক স্ট্রিট থিয়েটার রোড ক্রসিং থেকে হাজরা অবধি একটি মিছিল আছে। এতে ১০০-১৫০ জন জমায়েত হবে। পাশাপাশি বেলা ১২ টা নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৫০০-৬০০ জন জমায়েত হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*বঙ্গে কমছে বৃষ্টির প্রকোপ, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


বেশ কিছুদিন ধরেই শহর ও শহরতলিতে বৃষ্টির জেরে রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে আমজনতাকে। বুধবার থেকে বহু জায়গাতেই বৃষ্টির দাপট কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ২৯ সেপ্টেম্বর থেকে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আর তার জেরেই প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থাকবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 

উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৭শে সেপ্টেম্বর ( বুধবার)*


মেষ রাশিফল (Wednesday, September 27, 2023)

নিজের মত জানাতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরো জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভাল করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।

প্রতিকার :- যোগ্য ব্যক্তিকে বা কোনো সংস্কৃতি পরিষদের ব্যক্তিকে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস দান করুন, এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

বৃষভ রাশিফল (Wednesday, September 27, 2023)

আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। আপনার প্রেমে জন্য মন হবে- এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। আজ, আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন। সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

মিথুন রাশিফল (Wednesday, September 27, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালবাসবে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- পরিবারে সমন্বয় সাধন করতে উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

কর্কট রাশিফল (Wednesday, September 27, 2023)

আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। রান্নাঘরের জন্য জরুরী জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। দিন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে। এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে, গোলাপি কাপড়ে মুড়ে, পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময় নির্জন স্থানে মাটি চাপা দিলে গার্হস্থ্য জীবন সুখময় হবে।

সিংহ রাশিফল (Wednesday, September 27, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবীদার হবে। একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। কর্মক্ষেত্রে, সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- পারিবারিক সুখের জন্য ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পুজা করুন এবং নরসিংহ কবচ (সুরক্ষার জন্য বর্ম) জপ করুন ।

কন্যা রাশিফল (Wednesday, September 27, 2023)

আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে- কোনো ফয়সালা করার আগে একটি সাম্যজ্ঞস্যপূর্ণ দৃষ্টিভঙ্গী রাখুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন। আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান, তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে। আপনার তারারা আজ আপনাকে অসাধারণ ক্ষমতা দিতে পারে- তাই দীর্ঘমেয়াদী লাভের জন্য তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সময়ের সাথে-সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার।এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।

প্রতিকার :- ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভকারী।

তুলা রাশিফল (Wednesday, September 27, 2023)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন অসাধারন করে তুলতে পকেটে একটি সুগন্ধিত রুমাল রাখুন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, September 27, 2023)

আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। আজ, আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন-সঙ্গী থাকার অর্থ কি।

প্রতিকার :- বিছানার চার কোনায় তামার পেরেক লাগানো স্বাস্থ্যের জন্য খুবই মঙ্গলজনক।

ধনু রাশিফল (Wednesday, September 27, 2023)

স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না– তাতে স্ত্রী রুষ্ট হবে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে নাহলে নির্ভরশীলতা এসে যাবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না। আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। সেটা যেকন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য, পরিস্কার, অনান্য ঘরোয়া কাজ, ইত্যাদি।

প্রতিকার :- সুস্বাস্থের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন।

মকর রাশিফল (Wednesday, September 27, 2023)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখী বোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মত মজা করতে পারেন।

প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ, মিশ্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থলে দান করুন।

কুম্ভ রাশিফল (Wednesday, September 27, 2023)

আজ আপনার জন্য খুব একটা উচ্চ-ক্ষমতাসম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়েই বিরক্ত হয়ে উঠবেন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। আপনার সন্তান সঙ্গে কিছু সময় ব্যয় করুন এবং এবং তাদের ভাল মূল্যবোধের শিক্ষা দিন ও তাদের দায়িত্বগুলো জানতে দিন। ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না। সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন। আজকে সময়ের সোন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন।

মীন রাশিফল (Wednesday, September 27, 2023)

স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না।

প্রতিকার :- বিছানার চার কোনায় তামার পেরেক লাগানো স্বাস্থ্যের জন্য খুবই মঙ্গলজনক।

*বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের*

বিজেপি ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার অধীনে বাংলার হাজার হাজার কোটি টাকা আটকে রেখেছে। বঞ্চিত বঙ্গবাসী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের আগে তাদের ন্যায্য পাওনা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখেছেন।

*শুরু দিল্লি অভিযানের প্রস্তুতি, ৫০ লক্ষ চিঠি সংগ্রহ TMC*


১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃণমূলের দিল্লি অভিযান। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে রাজঘাটে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর ধর্নায় বসবেন তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও সাংসদরা। তাঁদের সঙ্গে বাংলা থেকে রাজধানীতে পৌঁছবে বিপুল সংখ্যক সমর্থক।

তৃণমূলের অভিযোগ, একশো দিনের কাজ এবং আবাসন প্রকল্পের কারণে বাংলায় মোট ১৫,০০০ কোটি টাকা আটকে রাখা হয়েছে। এই টাকা আটকে দেওয়ায় বাংলার দরিদ্র মানুষ সমস্যায় পড়েছেন বলে তৃণমূল থেকে বারবার অভিযোগ উঠেছে। এখন নির্যাতিতাদের চিঠি দিল্লিতে নিয়ে যাচ্ছে তৃণমূল। 'বঞ্চনা'র কথা জানিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন একশো দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনরা।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ লক্ষ চিঠি সংগ্রহের কাজ শুরু হল। সেই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে জমা দেওয়া হবে। মঙ্গলবার দলের তরফে X হ্যান্ডলে এ বিষয়ে জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । স্লোগান উঠছে - 'দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন: হকের টাকা ফেরত চাই এখনই!'

*দাদাসাহেব ফালকে পুরষ্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান*

দাদাসাহেব ফালকে পুরষ্কারে ভূষিত হবেন ওয়াহিদা রহমান। ভারতীয় সিনেমা জগতে অবদানের জন্য চলতি বছর দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর জানান। পিয়াসা, কাগজ কে ফুল, চৌধবী কা চাঁদ, সাহেব বিবি অউর গুলাম, গাইড, খামোশির মত একাধিক ছবিতে অভিনয় করেন ওয়াহিদা রহমান।

এক্স-এ একটি পোস্টে, অনুরাগ ঠাকুর লিখলেন, 'ব্যাপক আনন্দ ও গর্ব হচ্ছে এটা ঘোষণা করতে পেরে যে ওয়াহিদা রহমানজির হাতে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে, ভারতীয় সিনেমার প্রতি ওঁর অসাধারণ কৃতিত্বের জন্য।"

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরো লেখেন, "এমন এক সময়ে যখন সংসদে ঐতিহাসিক নারী শক্তির নতুন বিল এসেছে সাংসদে, তখন ভারতীয় সিনেমার প্রধান মুখকে দাদাসাহেব অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া বড়ই সম্মানের। যিনি চলচ্চিত্রের জন্য তাঁর জীবন উত্‍সর্গ করেছেন। আমি তাঁকে শুভেচ্ছা জানাতে চাই। তার কাজ, যা আমাদের চলচ্চিত্র ইতিহাসের একটি অন্তর্নিহিত অংশ, তার জন্য বিনীতভাবে ধন্যবাদ জানাতে চাই '। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা ঝড়।