*মধ্যরাতে রাজ্যপালের মুখবন্ধ খামে জোড়া চিঠি মুখ্যমন্ত্রী এবং দিল্লিকে*
রাজ্য-রাজ্যপাল সংঘাত চরম রূপ নিয়েছে। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। এরপরই শুরু হয় জল্পনা। সেই মধ্যরাতেই বড় পদক্ষেপ তাঁর। ঘড়ির কাটা ১২-র ঘর ছোঁয়ার আগেই জোড়া চিঠি গেল নবান্নে ও দিল্লিতে। কিন্তু দিল্লিতে কাকে চিঠি পাঠানো হল, কী লেখা সেখানে, তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিশানায় বারবার উঠে আসছেন রাজ্যপাল। এই বিতর্কের সূত্রপাত গত শুক্রবার। বৈঠকের জন্য রাজ্য চালিত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের ডেকে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু দেখা যায় হাতে গুনে মাত্র ১২ জন রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। এনিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। শিক্ষামন্ত্রীর অভিযোগ রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় আসতে পারেননি তাঁরা। এমনকি সিভি আনন্দ বোসকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছিলেন। এর জবাবে শনিবার রাজ্যপাল কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, "আজ মধ্যরাতে কী করি দেখুন।" তারপরেই রাজ্যপালের এই চিঠি নিয়ে জল্পনা তুঙ্গে।
Sep 10 2023, 20:27