*আর্যভ ওয়েলফেয়ার সোসাইটির নতুন ওয়েবসাইটের উন্মোচন *
নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালের কয়েকজন সমমনস্ক বন্ধুরা মিলে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য কিছু করার গঠন করেছিল ‘আর্যভ’। সেই ‘আর্যভ ওয়েলফেয়ার সোসাইটি’ এবছর আর্যভ ১০ বছর পূর্ণ করেছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি ছাড়াও আর্যভ থ্যালাসেমিয়া রোগটি সমাজ থেকে নির্মূল করার লক্ষ্যে কাজ করে চলেছে ২০১৫ সাল থেকে।
শনিবার সংগঠনের ১০ বছর পূর্ণ হওয়ায় কলকাতা প্রেস ক্লাবে সকলের উপস্থিতিতে আর্যভ-র নতুন ওয়েবসাইটের উন্মোচন করলেন রাজ্যের কৃষি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী, বিশিষ্ট হেমাটোঙ্কলোজিস্ট চিকিৎসক দেবমাল্য ভট্টাচার্য প্রমুখ। আর্যভ-র সভাপতি তথা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এদিন থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য ‘শপথ’ নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করেন। সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘রাজ্য সরকার বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য নানা রকম সহায়তা করে চলেছে। আমরা ওদের জন্য পুষ্টিকর খাদ্য ও পড়াশুনার খরচের পাশাপাশি আগামী ১০ বছর পাশে থাকতে ‘শপথ’ নিলাম। আমাদের নতুন প্রকল্পের নামও ‘শপথ’।
Sep 09 2023, 21:02