*রাজ্যপালের বিরুদ্ধে ধর্না প্রাক্তন উপাচার্যরা*
রাজভবনের সামনে ধর্না প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন এডুকেশনিস্ট ফোরামের এই কর্মসূচি। রাজভবনের বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের নামে মিথ্যে বলছেন রাজ্যপাল। রাজভবনের উত্তর দিকের গেটের সামনে তাই প্রতিবাদে সামিল প্রাক্তন উপাচার্যরা।
আজ এই প্রতিবাদে সামিল হয়েছেন ওমপ্রকাশ মিশ্রও। রাজভবনের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, ''আইন মেনে কাজ করুন। আইন মেনে উপাচার্য নিয়োগ করুন।'' পরে রাজভবনের উত্তর গেটে গিয়ে পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ফিরে সে কথার পরিপ্রেক্ষিতে মমতাকে রাজভবনের ভেতরে এসে ধর্ণা দেওয়ার আহ্বান জানান রাজ্যপাল।
Sep 08 2023, 14:56