*প্রয়াত হলেন চন্দ্রযান ৩-র কাউন্টডাউন দেওয়া বিজ্ঞানী*
এবার চরম শোকের ছায়া নেমে এল ইসরো-য়। জানা গিয়েছে, তামিলনাড়ুর শ্রীহরিকোটায় রকেট উত্ক্ষেপণের কাউন্টডাউন নিয়ে কথা বলা ইসরোর বিজ্ঞানী ভালারমাথি গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। ভালারমাথি সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের রেঞ্জ অপারেশনস প্রোগ্রাম অফিসের অংশ ছিলেন, যেখানে তিনি সমস্ত উত্ক্ষেপণের কাউন্টডাউন ঘোষণা করতেন বলে জানিয়েছেন ইসরোর জনসংযোগ কর্মকর্তা।
ভালারমতির মৃত্যুতে শোকজ্ঞাপন করে ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্স হ্যান্ডলে লেখেন, শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলির কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। ওনাকে প্রণাম।
১৯৫৯ সালের ৩১ জুলাই জন্ম হয় ভালারমতির। তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন তিনি। ১৯৮৪ সালে ইসরোয় যোগদান করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইসরোয়।
Sep 05 2023, 10:56