*দিল্লীর স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখী উদযাপন প্রধানন্ত্রীর*
![]()
বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। আজ এই উৎসবে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।এদিন সকালেই প্রধানমন্ত্রী দেশের মানুষকে রাখী উৎসবের শুভেচ্ছা জানান সকাল সকাল। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন - ' আমার পরিবারের সব সদস্যদের রক্ষাবন্ধনের শুভেচ্ছা জানাই। ভাই ও বোনের মধ্যে অটুট বিশ্বাস ও গভীর ভালবাসার প্রতীক এই উৎসব। রাখী আমাদের সংস্কৃতির পবিত্র প্রতিফলন। আমার আশা এই উৎসবের মাধ্যমে ভালবাসা, ঐক্য, স্নেহভাব সকলের জীবনে ছড়িয়ে পড়বে।'
এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর হাতে রাখী পরিয়ে দেয় দিল্লির স্কুল পড়ুয়ারা । মোদির হাতে নানারঙের রাখী বেঁধে দেয় এক্কেবারে খুদে পড়ুয়ারাও। নানারঙের রাখীতে ভরে যায় প্রধানমন্ত্রীর হাত। শুধু দিল্লির পড়ুয়ারা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে রাখি।উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধন পালন করা হয়ে থাকে।



Sep 01 2023, 20:08
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k