পুরুলিয়া থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল ছাত্রছাত্রীরা
![]()
এসবি নিউজ ব্যুরো: আগামীকাল কলকাতার গান্ধীর মূর্তি পাদদেশে পালন করা হবে তৃণমূল ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সফল করতে রবিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই।প্রায় দূরবর্তী সব জেলায় সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার ছবি দেখা যাচ্ছে গণমাধ্যমে।
এদিন সকালে পুরুলিয়ার আদ্রা স্টেশনে স্থানীয পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে তৃণমূল নেতা ও কর্মীরা ছাত্রছাত্রীদের হাতে টিফিন ও জলের বোতল তুলে দেন। জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরীটি আচার্য জানিয়েছেন ,"এবার পুরুলিয়া জেলা থেকে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করবে।তাই তারা আজ কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন।"



Aug 30 2023, 11:32
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.3k