*কাদের মুকুটে উঠল চলচ্চিত্র জগতে সেরা পুরস্কার! জানুন বিস্তারিত*
চলচ্চিত্র ও চলচ্চিত্রের সঙ্গে জড়িত শিল্পীদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২১ সালে দেশের সব ভাষায় নির্মিত চলচ্চিত্রের মধ্যে কয়েকটি নির্বাচিত চলচ্চিত্র ও কয়েকজন নির্বাচিত শিল্পী ৬৯তম জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
ফিচার ফিল্মের ৩১টি বিভাগে, ২৪টি নন-ফিচার ফিল্ম এবং তিনটি সেরা লেখা বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভিকি কৌশলের ছবি সর্দার উধম সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে।
কাশ্মীর ফাইলসের জন্য পল্লবী যোশী সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট।আর মাধবনের ছবি রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট, ২০২২ সালে মুক্তি পেয়েছে, সেরা ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে। একই সঙ্গে পুষ্প ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন।
প্যান নলিন পরিচালিত দ্য চেলো শো সেরা গুজরাটি ছবি। এটি প্রযোজনা করেছে জুগাদ মোশন পিকচার্স। নন-ফিচার স্পেশাল মোশন ক্যাটাগরিতে চারটি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনিরুদ্ধ জাটকারের বালে বাঙ্গারা, শ্রীকান্ত দাভের কারুভারাই, স্বেতা কুমার দাসের দ্য হিলিং টাচ এবং রাম কমল মুখার্জীর এক দুয়া।
দক্ষিণের ব্লকবাস্টার ফিল্ম RRR অনেক বিভাগে পুরস্কার জিতেছে; সেরা পুরুষ প্লেব্যাক গায়ক- RRR (কাল ভৈরব, গান- কোমুরাম ভীমোডু), RRR সেরা কোরিওগ্রাফার তেলেগু- প্রেম রক্ষিতা, RRR- বেস্ট স্পেশাল অ্যাক্টর ক্রিয়েটর- ভি শ্রীনিবাস মোহন, বেস্ট এডিটিং- গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি- সঞ্জয়লীলা বানসালি।
হোম সেরা মালায়ালাম চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এটি পরিচালনা করেছেন রোজিন পি থমাস। এটি প্রযোজনা করেছে ফ্রাইডে ফিল্ম হাউস প্রাইভেট লিমিটেড। কেডেইসি ভিভাসাই (The Last Farmer) সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এটি পরিচালনা করেছেন এম মণিকন্দন। এটি ট্রাইবাল আর্টস প্রডিউস করেছে। পরিচালক সানা বুচিবাবুর ছবি উপ্পেনা (তরঙ্গ) সেরা তেলেগু ছবির পুরস্কার পেয়েছে। এটি মাথইরি মুভি মেকারস প্রযোজনা করেছে।
এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি সদস্যদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা কেতন মেহতা (ফিচার বিভাগ), চলচ্চিত্র নির্মাতা বসন্ত সাই (নন ফিচার), যতীন্দ্র মিশ্র (সিনেমার সেরা লেখা)। একই সঙ্গে নিজ নিজ ক্যাটাগরির চলচ্চিত্রের কথা জানান এই তিনজন।
Aug 26 2023, 11:26