*মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল*
![]()
মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার ২৩জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার মালদায় ছুটে এলেন রাজ্যপাল। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ মালদায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাবেন মিজোরাম দুর্ঘটনায় মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের বাড়ি।
মিজোরামে দুর্ঘটনাগ্রস্ত মালদার মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। এর পাশাপাশি রেল কর্তৃপক্ষ যাতে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে, সে কথাও বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
অন্যদিকে এই দুর্ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ করেছিলেন। একই সঙ্গে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে দাবি বলেছিলেন, 'রেলের কাজ করতে গিয়ে কারও মৃত্যু হলে মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে রেলকেই। আমি রেলের কাছে এটা জানাব। কারণ তাঁরা আপনাদের রেলের কাজ করতে গিয়ে মারা গিয়েছে। রেল তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারে না।' তারপরই মালদায় রাজ্যপালের সফর বেশ তাত্পর্যপূর্ণ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিলেন বাংলার মৃত মানুষজনের পরিবারের প্রতি।
![]()






Aug 25 2023, 15:19
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k