/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *मां तारा गर्भगृह में लौटीं* West Bengal Bangla
*मां तारा गर्भगृह में लौटीं*

4 दिन बाद मां तारा गर्भगृह में लौट आईं। गुरुवार आधी रात को मां की मूर्ति को वापस गर्भगृह में लाया गया। आज सुबह से ही भक्तों की भीड़ लगनी शुरू हो गई है. 21 अगस्त को मंदिर जीर्णोद्धार के लिए मां तारा की मूल प्रतिमा को बगल के शिव मंदिर में स्थापित किया गया।

हालाँकि, सुधारों के बाद माँ के गर्भगृह में पूजा करने पर प्रतिबंध लगा दिया गया। अब से गर्भगृह में आलता, नारियल आदि से कोई पूजा नहीं की जा सकेगी. मंदिर अधिकारियों ने मां के गर्भगृह की सुरक्षा के लिए यह कदम उठाया है।

*মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল*

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার ২৩জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার মালদায় ছুটে এলেন রাজ্যপাল। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ মালদায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাবেন মিজোরাম দুর্ঘটনায় মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের বাড়ি।

মিজোরামে দুর্ঘটনাগ্রস্ত মালদার মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। এর পাশাপাশি রেল কর্তৃপক্ষ যাতে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে, সে কথাও বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অন্যদিকে এই দুর্ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ করেছিলেন। একই সঙ্গে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে দাবি বলেছিলেন, '‌রেলের কাজ করতে গিয়ে কারও মৃত্যু হলে মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে রেলকেই। আমি রেলের কাছে এটা জানাব। কারণ তাঁরা আপনাদের রেলের কাজ করতে গিয়ে মারা গিয়েছে। রেল তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারে না।'‌ তারপরই মালদায় রাজ্যপালের সফর বেশ তাত্‍পর্যপূর্ণ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিলেন বাংলার মৃত মানুষজনের পরিবারের প্রতি। 

*গর্ভগৃহে ফিরলেন মা তারা*

৪ দিন পর গর্ভগৃহে ফিরলেন মা তারা। বৃহস্পতিবার মধ্যরাতে ফের গর্ভগৃহে নিয়ে আসা হয় মায়ের মূর্তি। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভক্তের ভিড়। গত একুশে আগস্ট মন্দির সংস্কারের জন্য মা তারার মূল মূর্তি স্থাপিত করা হয়েছিল পাশেই শিব মন্দিরে।

তবে সংস্কারের পরেই মায়ের গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার থেকে আলতা, নারকেল ইত্যাদি নিয়ে আর গর্ভগৃহে নিয়ে পুজো দেওয়া যাবে না। মায়ের গর্ভগৃহ রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

*মালদা যাওয়ার পথে যাদবপুরের উপাচার্যের সাথে কথা বললেন রাজ্যপাল*

যাদবপুরের র‍্যাগিং রুখতে ইসরোর প্রযুক্তি ব্যবহারের পরামর্শ রাজ্যপালের। ইসরো চেয়ারম্যানের সঙ্গে কথাও বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।রাজ্যপালকে সাহায্যের আশ্বাস ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থারও।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতের র‍্যাগিং নির্মূল করতে ইসরোর প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। হায়দরাবাদের অ্যাডভান্সড ডেটা প্রসেসিং রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। 

এবার সেই নিয়েই মালদা যাওয়ার যুবা এক্সপ্রেসে যাওয়ার পথে যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউকে ফোন করেন রাজ্যপাল। পরিকল্পনার বাস্তবায়নে কী পদক্ষেপ, উপাচার্যের কাছে জানতে চান বোস। ইসরোর প্রযুক্তি ব্যবহার নিয়ে কথা হয় বলেই সূত্রের খবর। এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “ইসরোর একজন কনট্যাক্স পার্সনের নাম দিয়েছেন। মূলত বহিরাগতদের যাতায়াত নজরে রাখা যায় কি না সেটা দেখার জন্য।"

*কাদের মুকুটে উঠল চলচ্চিত্র জগতে সেরা পুরস্কার! জানুন বিস্তারিত*


চলচ্চিত্র ও চলচ্চিত্রের সঙ্গে জড়িত শিল্পীদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২১ সালে দেশের সব ভাষায় নির্মিত চলচ্চিত্রের মধ্যে কয়েকটি নির্বাচিত চলচ্চিত্র ও কয়েকজন নির্বাচিত শিল্পী ৬৯তম জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। 

ফিচার ফিল্মের ৩১টি বিভাগে, ২৪টি নন-ফিচার ফিল্ম এবং তিনটি সেরা লেখা বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভিকি কৌশলের ছবি সর্দার উধম সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে। 

কাশ্মীর ফাইলসের জন্য পল্লবী যোশী সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট।আর মাধবনের ছবি রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট, ২০২২ সালে মুক্তি পেয়েছে, সেরা ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে। একই সঙ্গে পুষ্প ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন।

প্যান নলিন পরিচালিত দ্য চেলো শো সেরা গুজরাটি ছবি। এটি প্রযোজনা করেছে জুগাদ মোশন পিকচার্স। নন-ফিচার স্পেশাল মোশন ক্যাটাগরিতে চারটি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনিরুদ্ধ জাটকারের বালে বাঙ্গারা, শ্রীকান্ত দাভের কারুভারাই, স্বেতা কুমার দাসের দ্য হিলিং টাচ এবং রাম কমল মুখার্জীর এক দুয়া।

দক্ষিণের ব্লকবাস্টার ফিল্ম RRR অনেক বিভাগে পুরস্কার জিতেছে; সেরা পুরুষ প্লেব্যাক গায়ক- RRR (কাল ভৈরব, গান- কোমুরাম ভীমোডু), RRR সেরা কোরিওগ্রাফার তেলেগু- প্রেম রক্ষিতা, RRR- বেস্ট স্পেশাল অ্যাক্টর ক্রিয়েটর- ভি শ্রীনিবাস মোহন, বেস্ট এডিটিং- গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি- সঞ্জয়লীলা বানসালি।

হোম সেরা মালায়ালাম চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এটি পরিচালনা করেছেন রোজিন পি থমাস। এটি প্রযোজনা করেছে ফ্রাইডে ফিল্ম হাউস প্রাইভেট লিমিটেড। কেডেইসি ভিভাসাই (The Last Farmer) সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এটি পরিচালনা করেছেন এম মণিকন্দন। এটি ট্রাইবাল আর্টস প্রডিউস করেছে। পরিচালক সানা বুচিবাবুর ছবি উপ্পেনা (তরঙ্গ) সেরা তেলেগু ছবির পুরস্কার পেয়েছে। এটি মাথইরি মুভি মেকারস প্রযোজনা করেছে। 

এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি সদস্যদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা কেতন মেহতা (ফিচার বিভাগ), চলচ্চিত্র নির্মাতা বসন্ত সাই (নন ফিচার), যতীন্দ্র মিশ্র (সিনেমার সেরা লেখা)। একই সঙ্গে নিজ নিজ ক্যাটাগরির চলচ্চিত্রের কথা জানান এই তিনজন।

*তীব্র বর্ষণের জেরে হিমাচল প্রদেশে ধসে পড়ল বাড়ি*

 তীব্র বর্ষণে হিমাচল প্রদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইতিমধ্যেই ধসের ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে হিমাচল প্রদেশে।  দিনকয়েক আগেই এক পাহাড়ি এলাকার মন্দিরে ধস নেমে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই ফের একটি ভয়াবহ ধসের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। 

জানা গিয়েছে, কুল্লুতে একাধিক বহুতল ধসের জেরে কার্যত মাটিতে মিশে গিয়েছে। পাহাড়ের কোলে স্থিত বাড়িগুলি আজ আচমকাই ধসের কবলে পড়ে। একের পর এক বাড়ি রীতিমতো তাসের ঘরের মতো ধূলিস্যাৎ হয়ে গিয়েছে বলে খবর। 

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বহুতলগুলি ধসে পড়ার ভিডিও। তাতেই ধসের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে।স্বভাবতই থাকছে বহু মানুষের প্রাণহানির আশঙ্কাও। রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে উদ্ধারকাজ দ্রুত শুরু করবে বলে খবর।

*जय भारत, जय हिन्द' लिखकर मुख्यमंत्री ने मनाया चंद्रयान-3 की सफलता का जश्न*

भारत चंद्रमा के दक्षिणी ध्रुव पर अंतरिक्ष यान भेजने वाला दुनिया का पहला देश है। बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने चंद्रयान-3 की असाधारण सफलता पर बधाई दी. उन्होंने ट्विटर पर इसरो को बधाई दी.

उन्होंने लिखा, 'चंद्रमा पर सफलतापूर्वक 'मिशन' भेजने में हमारे देश की महान उपलब्धि पर बधाई। हमारे वैज्ञानिकों ने देश की वैज्ञानिक और तकनीकी प्रगति देखी है। भारत अब अंतरिक्ष की सुपर लीग में है. अभियान के सभी गौरवान्वित वास्तुकारों और हितधारकों को हार्दिक बधाई।

आइए हम उस गौरवशाली क्षण का जश्न मनाएं और ज्ञान और अनुप्रयोग में भारत की और प्रगति के लिए प्रार्थना करें। जय भारत, जय हिंद'. उधर, चंद्रयान-3 की सफलता के बाद तृणमूल के अखिल भारतीय महासचिव अभिषेक बनर्जी ने भी ट्वीट किया. उन्होंने पूरे देश को गौरवान्वित करने के लिए इसरो को धन्यवाद दिया।

*मेट्रो अधिकारियों ने बताया कि कवि सुभाष से बेलेघाटा तक मेट्रो सेवा इस साल दिसंबर में शुरू होने जा रही है*

कोलकाता: कोलकाता मेट्रो रेल के महाप्रबंधक पी उदय कुमार रेड्डी ने एक संवाददाता सम्मेलन में कहा, "उनकी कोलकाता हवाई अड्डे से जल्द ही मेट्रो सेवा शुरू करने की योजना है। हालांकि, कवि सुभाष से बेलेघाटा तक मेट्रो सेवा इस साल दिसंबर में शुरू होगी।" अगला चरण सेक्टर पांच तक मेट्रो की आवाजाही जून 2024 तक पूरी हो जाएगी। कवि सुभाष से सिटी सेंटर वन तक मेट्रो की आवाजाही अगले साल दिसंबर तक शुरू हो जाएगी।

उन्होंने यह भी कहा कि दिसंबर 2025 में वे कबीसुभाष से एयरपोर्ट तक मेट्रो शुरू करने की योजना बना रहे हैं. लेकिन अगर ऐसा संभव नहीं हुआ तो ये सेवा जून 2026 में शुरू होगी. मेट्रो रेल दिसंबर 2024 में कवि सुभाष से नोआपाड़ा होते हुए कोलकाता एयरपोर्ट तक पहुंचेगी। जीएम ने कहा, कवि सुभाष से एयरपोर्ट तक मेट्रो रूट की मॉनिटरिंग शुरू हो गयी है. उन्होंने कहा, इसके अलावा कोलकाता एयरपोर्ट मेट्रो स्टेशन को पश्चिम बंगाल की संस्कृति के अनुरूप बनाया जाएगा।

*খেলা*

১৩২ তম ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের সূচী

কোয়ার্টার ফাইনাল -১

২৪ আগস্ট, ২০২৩ ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি।

উত্তরপূর্ব ইউনাইটেড এফসি বনাম ভারতীয় সেনা এফটি

কোয়ার্টার ফাইনাল ২

২৫ আগস্ট ২০২৩ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম গোকুলম কেরালা এফসি

কোয়ার্টার ফাইনাল ৩

২৬ আগস্ট,২০২৩ ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি।

এফসি গোয়া বনাম চেন্নাই এফসি

কোয়ার্টার ফাইনাল ৪

২৭ আগস্ট ২০২৪, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বাই সিটি এফসি।

*শহরে কেমন থাকবে যানচলাচল,জানুন ট্রাফিক আপডেট*


আজ ২২ অগাস্ট বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। সপ্তাহের দ্বিতীয় দিনে কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।