/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন অসমে মুখ্যমন্ত্রী West Bengal Bangla
বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন অসমে মুখ্যমন্ত্রী

এবার বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে অনেকেই অসমে চাকরি করছেন। অভিযোগ উঠছে, এঁদের মধ্যে অনেকেরই শংসাপত্র ভুয়ো। টাকার বিনিময় দেওয়া হয়েছে এগুলি। কিছু সময় ধরে এই অভিযোগ উঠতেই হাত শক্ত করেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন।ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভিন রাজ্যে এবার তদন্ত শুরু হওয়ায় বাংলা যে আরও অস্বস্তিতে পড়তে চলছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে,নিয়োগ দুর্নীতি মামলার জাল ছড়িয়ে গিয়েছে অনেকদূর। একবছরের বেশি সময় ধরে তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় এই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই একে একে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তদন্তের অগ্রগতি নিয়ে সরব হয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।

আচার্য সদনের গেটের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

 বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের আচার্য সদনের গেটের সামনে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে শুরু হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্ব বিধাননগর থানার পুলিশ। ঘণ্টাখানিকের মধ্যে পুলিশি র‌্যাফ নেমে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যায়। চাকরিপ্রার্থীদের দাবি, ১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ তাঁরা চাকরি পাননি। শুধু তাই নয় হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও এখনও পর্যন্ত প্যানেল তৈরি করা হয়নি বলে অভিযোগ করে চাকরিপ্রার্থীদের একাংশ।

তাঁদের দাবি, অবিলম্বে প্যানেল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৪৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। যোগ্য প্রার্থীদের নিয়োগ না হলে চাকরিপ্রার্থীরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও দাবি করেছেন। তবে দুই তরফের ধস্তাধস্তির জেরে ওই এলাকায় কিছুক্ষণের জন্য যান নিয়ন্ত্রণে অসুবিধা হয়।

*দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি লাল সর্তকতা,জেনে নিন আজকের আবহাওয়া*

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতকালই গভীর নিম্নচাপে রূপান্তরিত রয়েছে। যার জেরে গতকাল রাজ্যের বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস দফতরের পূর্বাভাস, আজও ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার পুরুলিয়া, এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

অন্যদিকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হবে আজ। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। দক্ষিণের জেলা গুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস।

*আজকের রাশিফল ৩ রা অগাস্ট( বৃহস্পতিবার)* মেষ রাশিফল (Thursday, August 3, 2023)

শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচী আপনাকে আরো ভালো আকারে আনতে সাহায্য করবে। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে, আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- চাকরি জীবন সক্রিয় রাখতে সূর্য রশ্মিতে লাল বা মেরুন রঙের কাঁচের বোতলে জল ভরে রাখুন। তারপর সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন।

বৃষভ রাশিফল (Thursday, August 3, 2023)

বয়স্ক ব্যাক্তিরা তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গাজল সেবন করুন।

মিথুন রাশিফল (Thursday, August 3, 2023)

প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন।

কর্কট রাশিফল (Thursday, August 3, 2023)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- আপনার ভালোবাসার সঙ্গীকে মার্বেল দিয়ে তৈরি কোনো দ্রব্য উপহার দিলে আপনার প্রেম বৃদ্ধি পাবে ও তা একে ওপরের জন্য সন্তোষজনক হবে।

সিংহ রাশিফল (Thursday, August 3, 2023)

এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। বিবেচকের মত বিনিয়োগ করুন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ (বুধের প্রতিনিধি) যোগ করতে তার প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হবে।

কন্যা রাশিফল (Thursday, August 3, 2023)

আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- ধন প্রাপ্তির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে পান করুন।

তুলা রাশিফল (Thursday, August 3, 2023)

আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে- আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন- তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন। কারও সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আজ, আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি।

প্রতিকার :- অনেক রকম রঙের দাগ আছে শরীরে, এমন কোনো কুকুর কে পালন করলে শরীরে তার ভালো প্রভাব দেখা দেবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, August 3, 2023)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- আপনার রোজকার জীবনে ক্রিম, সাদা বা প্যাস্টেল রঙের ব্যবহার বৃদ্ধি পেলে তা আপনার কর্ম জীবনে সুপ্রভাব দেবে।

ধনু রাশিফল (Thursday, August 3, 2023)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

মকর রাশিফল (Thursday, August 3, 2023)

জীবন নিয়ে হেলাফেলা করবেন না, জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার। ফাটকায় লাভ আনবে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে- কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আজ, আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন, তা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন।

প্রতিকার :- আপনার রোজকার খাদ্যাভ্যাসে সর্ষে, সূর্যমুখী তেল ও কালো ডাল বা কলাইয়ের ব্যবহার আপনার ক্যারিয়ার এর জন্য খুবই লাভ দায়ক হবে।

কুম্ভ রাশিফল (Thursday, August 3, 2023)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। আত্মীয়দের সাথে কাটানো সময় আপনার উপকারে আসবে। প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- দুধের প্যাকেট কোন গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হবে।

মীন রাশিফল (Thursday, August 3, 2023)

আপনার স্বাস্হ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ।আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যার্থ করতে পারেন।আপনার সেটা থেকে বাঁচা দরকার। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- গুরুজন, শিক্ষক, আচার্য্য বা বয়োজ্যেষ্ঠদের সন্মান করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিবাদে ৬ অগাস্ট ব্লকে ব্লকে ধর্নার ডাক মমতার


এবার কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিবাদে আগামী ৬ অগাস্ট রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ধর্নার ডাক দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকেই দলীয় কর্মসূচী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। বুধবার তিনি জানান, বহু ঘোষিত ভাতা দিতে সমস্যায় পড়েছে রাজ্য, কারণ কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা মিলছে না। মিলছে না ১০০ দিনের কাজের টাকা। তাই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্না শুরু হবে ৬ অগাস্ট বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত। তিনি বলেন,"কেন্দ্রীয় সন্ত্রাস ও সাধারণের উপর অত্যাচারের প্রতিবাদে, সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে প্রতিবাদে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস ধর্নায় বসবে। এটা রাজনৈতিক প্রোগ্রাম, বাংলার প্রতিটা ব্লকে ব্লকে হবে। শহর ও শহরতলির প্রতিটা ওয়ার্ডেও মিটিং মিছিল হবে।" উল্লেখ্য, ২১শে জুলাইয়ের সভা থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দু'দিন আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৫ অগস্ট ওই কর্মসূচি বাতিল করতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরেই বুধবার, ৫ অগস্টের বদলে ৬ অগস্ট নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অশান্ত মণিপুর নিয়ে রাষ্ট্রপতির দরবারে টিম "ইন্ডিয়া"

মণিপুরে ইস্যু নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলো বিরোধী দলগুলির জোট টিম 'ইন্ডিয়ার' ৩১ জন সদস্যরা। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি জানিয়ে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেন বিরোধী সাংসদেরা। স্মারকলিপিতে রাষ্ট্রপতির কাছে আর্জি জানানো হয়েছে, মণিপুরের বিষয়ে তিনি যেন হস্তক্ষেপ করেন যাতে সেখানে যে অস্বাভাবিক পরিস্থিতির তৈরি হয়েছে তা দ্রুত সরিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হয়।

এছাড়াও অশান্ত মণিপুরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য সে রাজ্যে যাওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলে, দাবি জানিয়েছে বিরোধী জোটের সদস্যরা। এদিকে এদিন রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, মণিপুরের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। এবং তাঁর ধারণা রাষ্ট্রপতি এই বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন।ইতিমধ্যেই মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ উঠে এসেছে দেশের সুপ্রিম কোর্টের তরফে।

*আমি দুর্নীতিতে যুক্ত নইঃ নুসরত জাহান*

সম্প্রতি নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় চব্বিশ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল ইডির দফতরে। তা নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তৃণমূল সংসদ জানান,'যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে।

৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।" তবে, এখনই পুরো বিষয়টি নিয়ে খোলসা করতে করতে নারাজ তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে সোমবার পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তোলেন বিজেপি নেতা। ইতিমধ্যেই তাঁর এই দুর্নীতির খবর সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা।

সেনাবাহিনীতে পাক চরের উপস্থিতি সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে

কলকাতা: সেনাবাহিনীতে পাক চরের উপস্থিতি সংক্রান্ত একটি মামলায় সিবিআই বুধবার হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে। আর সেই রিপোর্টেই উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে ভুয়ো নথি নিয়ে অনেকেই চাকরি করছেন।

তবে বিদেশি নাগরিকের উপস্থিতির প্রমাণ এখনও না মিললেও, সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না সিবিআই। এই মামলায় তদন্তে ইন্টারপোলের সাহায্য প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। তাঁদের দাবি, শুধু এই রাজ্যে নয়, পার্শবর্তী রাজ্যগুলিতেও এই সমস্যা আছে। বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে কিছু ছাড় তস্কর সুযোগ নিয়ে এমন করা হয়েছে। যুক্ত রয়েছে সরকারি আধিকারিকও।

সিবিআইএর দাবি তদন্তে ইন্টারপুলের সাহায্য দরকার। এই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইকে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি,যতদিন না সিবিআই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিচ্ছে ততদিন মামলাকারিকে পুলিশ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, মামলাকারীর অভিযোগ ছিল, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন পাক নাগরিক। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সেনা ছাউনিতেও এমন কেউ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

সেই মামলায় সিবিআই প্রাথমিক অনুসন্ধানের পর এই রিপোর্ট পেশ করেছে আদালতে। রিপোর্টে অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট, ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন কয়েকজন মহকুমা শাসক। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট নিয়ে ৪ জন ইতিমধ্যেই আধা সামরিক বাহিনীতে কাজ করছেন। তবে, সেনাবাহিনীতে এমন কারও কাজ করার প্রমাণ এখনও জানতে পায়নি সিবিআই।সিবিআই রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, সর্বভারতীয় ক্ষেত্রে, এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রে এই অভিযোগের গুরুত্ব রয়েছে। জাল নথি দিয়ে উত্তর পূর্ব ভারত সহ অন্য রাজ্য থেকে অনেকেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

সিবিআই বলছে, সার্টিফিকেটে এসডিও-র সই থাকলেও তিনি তা স্বীকার করছেন না। ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়ার নজির আছে বলেও দাবি করা হয়েছে।রিপোর্ট বলা হয়েছে, উত্তর ২৪ পরগনায় এমন কিছু নথি পাওয়া গিয়েছে। শুধু এই রাজ্য নয়, প্রতিবেশী রাজ্যের সীমান্ত এলাকাতেও রয়েছে এই সমস্যা। সিবিআই উল্লেখ করেছে, ভিন দেশের নাগরিকের এমন চাকরি পাওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইন্টারপোলের সাহায্য দরকার হতে পরে। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় থ্রেট। বেশ কিছু সরকারি অফিসার এই চক্রের সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত দিয়েছে সিবিআই।

সুখবর, রাজ্যে বাড়ল সরকারি ছুটি

বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন,'এতদিন রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে ছিল। কিন্তু এবার থেকে সবে বরাত এবং করম পুজোতে পূর্ণাঙ্গ ছুটি থাকবে।' মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে এই দুটি দিন সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন। মমতা এদিন আরও বলেন,"যাঁরা সরকারি কর্মী তাঁরা ভালো কাজ করলে স্পেশাল দিনে ছুটির আশা করতে পারেন। আমাদের রাজ্যে মাতৃকালীন ছুটি ৭৩১ দিন। আবার পিতৃকালীন ছুটিও রয়েছে এক মাস।" উল্লেখ্য, এদিন ছুটি ছাড়াও রাজ্য যে সমস্ত পুরস্কার বা স্বীকৃতি পেয়েছে সেগুলিকে আলিপুর সংশোধনাগারে একটি সংগ্রহশালায় রাখা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

*দুর্নীতি রুখতে 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্যপাল*

রাজ্যে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেশ কয়েকজন আধিকারিক ওই সেলের দায়িত্বে রয়েছেন। রাজ্যের যে কোনও মানুষ, যে কোনও দুর্নীতির অভিযোগ জানাতে পারেন ওই সেলে। পুরো রাজ্যকে দুর্নীতি মুক্ত করতেই রাজ্যপালের এই পদক্ষেপ। তবে বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচনের পর রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খোলা নিয়ে ফের শুরু হতে পারে রাজ্য-রাজভবন সংঘাত। ১ অগাস্ট থেকে রাজভবনে শুরু হয়েছে এই 'অ্যান্টি করাপশন সেল'। মাত্র ২৪ ঘণ্টায় সেখানে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সহ রাজ্যে একাধিক দুর্নীতি নিয়ে আট-দশটি ফোন এসেছে বলে জানা গেছে। রাজভবনে আসা প্রতিটি খবর অভিযোগ খতিয়ে দেখা হবে বলে , জানান রাজ্যপাল।তবে, একজন রাজ্যপালের এমন সেল খোলার এক্তিয়ার আছে কিনা এই নিয়ে উঠছে প্রশ্ন। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই সেল বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি শাসক দলের উদ্দেশে কটাক্ষ করে রাজ্যপাল বলেছিলেন, 'এটা বেদনাদায়ক যে রাজ্যের একজন মন্ত্রী জেলে।'