/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হবে এই ৫ টি জেলা, জারী লাল সতর্কতা,জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হবে এই ৫ টি জেলা, জারী লাল সতর্কতা,জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদলাতে চলেছে আবহাওয়া। বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় আর কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য।দুর্যোগের পূর্বাভাস রয়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমানের জন্যও। এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রী সেলসিয়াস । 

*বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপ, জারি হল সতর্কতা*


মাসের প্রথম দিনেই উত্তর বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপ। রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৭০ থেকে ১০০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার ও বুধবার সুন্দরবনের নদী ও বঙ্গোপসাগরে মাছ, কাঁকড়া ধরতে যাতে কোনও নৌকা বা ট্রলার না যায় সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই গভীর নিন্মচাপটি মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা দেওঘর ক্যানিং ও সংলগ্ন এলাকার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

*সুজয়কৃষ্ণ ভদ্রের ওরফে কালিঘাটের কাকুর অসুস্থতা নিয়ে কলকাতা হাইকোর্টে সংশয় প্রকাশ করল ইডি*


কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল বন্দি সুজয়কৃষ্ণ ভদ্রের ওরফে কালিঘাটের কাকুর অসুস্থতা নিয়ে কলকাতা হাইকোর্টে সংশয় প্রকাশ করল ইডি। তাঁদের মতে চিকিৎসা করানোর আবেদন আসলে ঘুরিয়ে জামিন চাওয়ার নামান্তর। যদিও সুজয়ের আইনজীবীর দাবি, তিনি জামিন চান না। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডি এস.এস.কে.এম হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। তারা বলে, এই এস.এস.কে.এম হাসপাতালের রিপোর্টে দেখা গিয়েছিল মারাত্মক অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। তারপর এই আদালতের নির্দেশেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। দেখা যায় তিনি সম্পূর্ন সুস্থ। এদিন সুজয়ের আবেদনের বিরোধিতা করে ইডি বলে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোয় আপত্তি রয়েছে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে কেন ?

এস.এস.কে.এম হাসপাতালে চিকিৎসা করাতে অসুবিধা কি, সেই প্রশ্ন তুলেছে ইডি। তারা বলে, এস.এস.কে.এম হাসপাতালে তো এখন হৃদযন্ত্র প্রতিস্থাপনও হয়। সেই হাসপাতালের ওপর ভরসা রাখছেন না আবেদনকারী।ইডি বলে, তাহলে তো এইমসে চিকিৎসা করানো উচিত। দেশের সেরা হাসপাতাল। এই আদালত সুজয়কৃষ্ণকে প্যারোল দিয়েছিল। প্যারোল থেকে ফিরে এসেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। বিচারপতি ইডির কাছে রিপোর্ট চান। বৃহস্পতিবার মামলার ফের শুনানি।

*৮-১০ অগস্ট সংসদে আলোচনা হবে মোদী বিরোধী অনাস্থা প্রস্তাব*

বর্তমানে মণিপুর ইস্যু নিয়ে উত্তপ্ত সংসদের উভয় কক্ষ। এরই মাঝে অবশ্য মোদী সরকারের বিরুদ্ধে আনা হয়েছিল অনাস্থা প্রস্তাব। সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন সংসদের নিম্ন কক্ষের স্পিকার ওম বিড়লা। আজ জানা গেল, সেই প্রস্তাবের ওপর আলোচনা হবে আগামী ৮-১০ অগস্ট। উল্লেখ্য, আগামী ১১ অগস্ট বাদল অধিবেশন শেষ হওয়ার কথা। উল্লেখ্য, এই অনাস্থা প্রস্তাব হল সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করে বিরোধীপক্ষ। বিরোধীরা এই প্রস্তাবের ডাক দিয়ে যাচাই করে নিতে চায় যে, সরকার থাকার যোগ্য কিনা।

তবে , এটি একটি সংসদীয় প্রক্রিয়া। এই অনাস্থা প্রস্তাবে সমর্থন জানাতে হয় কমপক্ষে ৫০ জন সাংসদকে। অন্যদিকে, সোমবার লোকসভায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু, প্রথমে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হোক। বিভিন্ন বিল পাশ করার জন্যই সরকার এই বিষয়ে আলোচনা করতে চাইছে না বলেও অভিযোগ করেন অধীর।

সুস্থ হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাতে শুরু হল ফিজিয়োথেরাপি

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে তাঁকে দেওয়া হয়েছে ফিজিয়োথেরাপি। আজ, মঙ্গলবার সকালে মেডিক্যাল বোর্ডের সদস্যরা বুদ্ধদেববাবুর স্বাস্থ্যপরীক্ষা করেন। এবার ঠিক করা হবে নতুন করে আর কোনও পরীক্ষা করা হবে কি না। যদিও এই স্থিতিশীলতার পরেও বুদ্ধবাবুকে সংকটমুক্ত বলছেন না চিকিৎসকরা। তবে, তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসায়।

হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। প্রায় ১৮ ঘণ্টা ধরে ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য যাতে নিজে থেকে নিঃশ্বাস–প্রশ্বাস নিতে পারেন তাই তাঁকে পালমোনারি ফিজিয়োথেরাপি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ স্বাভাবিক, পালস রেটও স্বাভাবিক। তবে স্টেরয়েড দেওয়ার জেরে প্রথমে সুগার কিছুটা বেড়েছিল। তবে পরে সেটা ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে। সবমিলিয়ে আগের থেকে ভাল হচ্ছে তাঁর শারীরিক অবস্থা।

*আজকের রাশিফল ১ লা অগাস্ট( মঙ্গলবার)*



মেষ রাশিফল (Tuesday, August 1, 2023)



শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে। কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না,নাহলে আপনার বদনামী হতে পারে। যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।



প্রতিকার :- ওম গম গণপত্তায় নমঃ এই মন্ত্রটি রোজ সকালে ও বিকেল ১১ বার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।



বৃষভ রাশিফল (Tuesday, August 1, 2023)



সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোন প্রদত্ত সুযোগ আপনার সুবিধামত কাজে লাগাবেন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজকে সময়ের সোন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।



প্রতিকার :- প্রেম জীবন মসৃণ করতে কন্যা এবং মহিলাদের আঘাত করবেন না এবং আপনার প্রেমিকাকে সম্মান করুন।



মিথুন রাশিফল (Tuesday, August 1, 2023)



হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে- আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন, নিজের জন্য কম। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।



প্রতিকার :- পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারো জন্মদিনে এবং বিশেষ কোন দিনে সাদা জিনিস গরিবদের দান করুন।



কর্কট রাশিফল (Tuesday, August 1, 2023)



ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।



প্রতিকার :- দরিদ্র ও অভাবী লোকজনকে চামড়ার জুতো দান করলে প্রেমের জীবন নির্ভিগ্নে কাটবে।



সিংহ রাশিফল (Tuesday, August 1, 2023)



সামঞ্জস্যপূর্ণ ব্যাক্তিত্ব তৈরী করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয়। মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশী। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। সারাটা দিন খুশী এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।



প্রতিকার :- ১.২৫ কেজি গমের আটা ভেজে তার সাথে খেজুরের গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ পিঁপড়ে দেড় খাওয়ান ও এর ফলে আপনার পেশাগত জীবনে উন্নতি হবে।



কন্যা রাশিফল (Tuesday, August 1, 2023)



কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে। কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো। এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণাপোষণ করেন। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।



প্রতিকার :- কোনো বিধবার প্রতি সহানুভুতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের ওপর সুপ্রভাব দেখাবে।



তুলা রাশিফল (Tuesday, August 1, 2023)



আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে- কোনো ফয়সালা করার আগে একটি সাম্যজ্ঞস্যপূর্ণ দৃষ্টিভঙ্গী রাখুন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে। প্রেমে অপ্রত্যাশিত মোড়। আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন- এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময়। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।



প্রতিকার :- দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।



বৃশ্চিক রাশিফল (Tuesday, August 1, 2023)



আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।



প্রতিকার :- রুপার চুড়ি বা কড়া পরলে আপনার প্রেম জীবন স্মরণীয় হয়ে থাকবে।



ধনু রাশিফল (Tuesday, August 1, 2023)



সামান্য জিনিসে মন দেবেন না। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন।



প্রতিকার :- মহিলাদের সাদা বস্ত্র দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।



মকর রাশিফল (Tuesday, August 1, 2023)



কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। আপনি আপনার পরিবারের জন্য কতটা যত্ন করেন তা উপলব্ধি করার জন্য তাদেরকে মৌখিক এবং অমৌখিক বার্তা দেওয়া বজায় রাখুন। খুশি দ্বিগুণ করার জন্য আপনার যথেষ্ট সময় কাটান। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। ওয়েব পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন। আপনার সব নজর কেন্দ্রীভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বিদেশের সুয়োগও পেতে পারেন। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যার্থ করতে পারেন।আপনার সেটা থেকে বাঁচা দরকার। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।



প্রতিকার :- ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরের ব্রোঞ্জ এর পাত্র দান করুন এবং এর ফল স্বরূপ ভালো স্বাস্থ্য উপভোগ করুন।



কুম্ভ রাশিফল (Tuesday, August 1, 2023)



আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। আপনার গার্হস্থ্য ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। ওয়েব পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন। আপনার সব নজর কেন্দ্রীভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বিদেশের সুয়োগও পেতে পারেন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।



প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ, মিশ্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থলে দান করুন।



মীন রাশিফল (Tuesday, August 1, 2023)



আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। ফাটকায় লাভ আনবে। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।



প্রতিকার :- সময়-সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে।




*দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় আজ তুমুল ঝড়-বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি। বাদ যাবেনা উত্তরবঙ্গও। উত্তর থেকে থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস, বৃষ্টির পরিমান আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামিকাল ও পরশু।হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।

তাছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 

*সিটি স্ক্যানের রিপোর্ট ইতিবাচক, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য*

সোমবার সকালেও ভেন্টিলেশনেই রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় এখন সঙ্কটজনক অবস্থাতেই আছেন তিনি। তবে, সংকটজনক হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার সিটি স্ক্যান করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতিরও সাংঘাতিক অবনতি হয়নি। তবে এই রিপোর্ট নিয়ে সোমবার দুপুর ১২টা নাগাদ আলোচনায় বসবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। তাঁর রক্তে সিআরপির পরিমাণ কত, তার জানার পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন চিকিৎসকেরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অ্যান্টিবায়োটিকে কাজ দিচ্ছে। তাই জ্বর কমেছে বুদ্ধবাবুর। জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে ক্লেবশিয়েলা নামক একটি ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে। এই ব্যাক্টিরিয়াটা নাকি 'মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স'। হাসপাতাল সূত্রে খবর, তিনি সচেতন রয়েছেন। ডাকলে বুদ্ধবাবু সাড়া দিচ্ছেন। পরিজনদের চিনতেও পারছেন। হাসপাতালের তরফে জানানো হচ্ছে, ‘হিমোডাইনামিকালি স্টেবল’ রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

*মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে চলন্ত ট্রেনে চলল গুলি, মৃত্যু ৪*

সোমবার সকালে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস (১২৯৫৬)-এ চলন্ত ট্রেনে চলল গুলি! ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত আরপিএফ কনস্টেবল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। রেলের তরফে জানা গিয়েছে, এদিন ভোরে ট্রেনটি যখন মহারাষ্ট্রের পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আরপিএফ কনস্টেবল। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম চেতন কুমার চৌধুরী। জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিল সে।

শুটআউটের ঘটনায় ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।কী কারণে ওই আরপিএফ কর্মী এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জন ওই আরপিএফ আধিকারিকের পূর্বপরিচিত হলেও, কারও সঙ্গেই বিবাদ ছিল না তাঁর। পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে, মানসিক ভাবে সুস্থ ছিলেন না অভিযুক্ত ব্যক্তি। বেশ কিছু দিন ধরেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটি চাইছিলেন।

*তুমুল বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পরিমান আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামিকাল ও পরশু।উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তাছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণের পূর্ব মেদিনীপুর , হাওড়া , কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস।