মহাসমারহে চলছে শান্তিপুর অদ্বৈত পাঠে ঈশ্বর পুরিপাদের তিরোধান উৎসব, হাজার হাজার ভক্ত বৃন্দদের সাথে হরিনাম সংকীর্তনা মেতে উঠলেন বিদেশি ভক্তবৃন্দরা
এসবি নিউজ ব্যুরো: অদ্বৈত আচার্যের গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী মহারাজ, ঈশ্বরপুরী পাদ হলেন মাধবেন্দ্রপুরী মহারাজের প্রথম শীষ্য।ঈশ্বর পরিবারের শীষ্য ছিলেন শ্রীচৈতন্যদেব। তাই শ্রীচৈতন্যদেবের পরম গুরু ঈশ্বরপুরিপাদেদের তিরোধান তিথি উৎসব প্রতিবছরের মতো এবছরও মহাসমারোহে পালিত হচ্ছে নদীয়ার শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ অঙ্গনে।
জানা যায় এই উৎসব প্রথম সূচনা করেছিলেন অদ্বৈত আচার্য, এবং সেই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তিনি শান্তিপুরে সেদিনকে অবস্থানও করেছিলেন।তাই তিনি এই উৎসব প্রসঙ্গে বরদান করে বলেছিলেন, এই উৎসবে যে সমস্ত ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করবে ,তারা গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন। ভাগবত অনুসারে আজকের এই বিশেষ তিথিতে কোন ব্যক্তি অদ্বৈত পাঠে বসে প্রসাদ গ্রহণ করলেই তিনি গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন। যদিও এই অনুষ্ঠান পুরোপুরি পরিচালনা করে ইসকন মায়াপুর। মায়াপুর ইসকনের একাধিক ভক্তবৃন্দ উপস্থিত হয় এদিনের এই উৎসবে ।
খবর বহু বিদেশি পর্যটক এদিন উপস্থিত হয়েছেন অদৈত্য পাঠ অঙ্গনে শকরছেন নিজে হাতে প্রসাদ বিতরণ ।চলছে হরে কৃষ্ণ নাম গান। যদিও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা তথা রাজ্যের বহু প্রান্ত থেকে ভক্তগণের জমায়েত হয়েছে এই অদ্বৈত পাঠে। যদিও ইসকন সূত্রে খবর ৫০ হাজার ভক্তের জন্য খিচুড়ি এবং চাটনি প্রসাদের ব্যবস্থা করেছে ইসকন। রাত্রির আটটা পর্যন্ত চলবে প্রসাদ বিতরণ। তার সাথে চলবে অদ্বৈত আচার্য এবং ঈশ্বর পুরিপাদের বিশেষ পূজা ,আরতি এবং ভাগবত পাঠ। এদিন এই অনুষ্ঠানে এসে বিদেশি ভক্তরা জানান, তারা অত্যন্ত খুশি এরকম এক সুন্দর মনোরম পরিবেশে এসে কৃষ্ণ নাম জপ করতে পেরে। তবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক তথা অদ্বৈত আচার্যের বংশধর ডক্টর ব্রজ কিশোর গোস্বামী।
তিনি জানান, এদিনের এই অনুষ্ঠান বহু বছর ধরে হয়ে আসছে। মানুষ এখানে এসে নাম গানে মত্ত হয়ে প্রসাদ গ্রহণ করে। কারণ এখানে প্রসাদ গ্রহণ করলে গোবিন্দ ভাব জাগ্রত হয় মানুষের ।যদিও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার, সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদিও এই উৎসবকে কেন্দ্র করে রানাঘাট পুলিশ জেলা বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। পুলিশ সূত্রে খবর ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে মেলা চত্বরে ।যদিও আজকের এই অনুষ্ঠানে সরজমিনে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার ,এসডিপিও শৈলজা দাস, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার সি আই সহ একাধিক পুলিশ আধিকারিকরা ।যদিও পুলিশি নিরাপত্তা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান ,বিগতদিনে বহুবার এই মেলাতে চুরি ছিনতাই এর ঘটনা ঘটেছে তাই আগাম ব্যবস্থা হিসাবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে ,যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
Mar 25 2024, 09:58