আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৩ তম জন্ম দিবস পালন
![]()
কলকাতা: দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৩ তম জন্ম দিবস উপলক্ষ্যে ৮০০০ নর নারায়ণের সেবা সহ ৩০০০ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল আশ্রম প্রাঙ্গনে। প্রতিবছরের মতো এবছরও মহতি এই অনুষ্ঠানে যোগদান করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আদ্যাপীঠের এই অনুষ্ঠানে এসে মানসিক শান্তি হয় বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিক ও অন্য কোন বিষয় প্রতিক্রিয়া দিতে তিনি ইচ্ছুক নন বলে জানালেন তিনি।
প্রাক্তণ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে বলেন," রামচন্দ্র নিয়ে কোন বিতর্ক নেই। কিন্তু পদ্ধতিগত বা অন্যান্য বিষয়ে যে বিতর্ক হচ্ছে সেই বিতর্ক রামচন্দ্রকে নিয়ে না হওয়াই বাঞ্ছনীয় ছিল। যারা এই বিতর্ক করছেন তাদের আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি।
তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সম্প্রীতি যাত্রার সমর্থন জানিয়ে শোভন চট্টোপাধ্যায় জানালেন সম্প্রীতির যাত্রায় কোন অসম্প্রীতি হবে কেন? ৬ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন, আমি তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী"।










Jan 20 2024, 15:23
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k