*কলকাতায় জমে উঠেছে ১২৫ তম বেটন কাপ হকি প্রতিযোগিতা*
খেলা
![]()
খবর কলকাতা: বিশ্বের প্রাচীনতম হকি প্রতিযোগিতা ঐতিহ্যবাহী বেটন কাপের ১২৫ তম সংস্করণের প্রথম ম্যাচে আজ বি এন আর রিক্রিয়েশন ক্লাব ক্যালকাটা পোর্ট ট্রাস্ট কে ৬ - ১ গোলে পরাজিত করে। বি এন আরের হয়ে যথাক্রমে নোয়েল টোপনো ২ টি, রিমানশু ১টি, আমানদ্বীপ লাকড়া ১টি, সুনীল যোজো ১টি এবং ডেবিট ধানওয়ার ১টি গোল করে গোল করেন।
অপরদিকে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের হয়ে একমাত্র গোলটি করেন বিদ্যানন্দ সিং।
এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ইআরএসএ পুলিশ এসিকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। আর তৃতীয় ম্যাচে নাভাল টাটা হকি একাডেমি অল ইন্ডিয়া এফসিআই এর কাছে ১ গোলে পরাজিত হয়।
ছবি :- হকি বেঙ্গলের সৌজন্যে।












পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছে ‘অল কামতাপুর স্টুডেন্টস্ ইউনিয়ন (আকসু)’-এর কর্মীরা। এই রেল অবরোধের নাম দেওয়া হয় 'রেল রেকো' অভিযান । শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় এই রেল অবরোধ। বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝের লাইনের ওপর চলে এই অবরোধ। এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, এই অবরোধে বেতগাড়া ষ্টেশনে আটকে গিয়েছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস-সহ অনেকগুলি ট্রেন। যার জেরে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা ।
Jan 19 2024, 18:28
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.4k